E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাধন মজুমদারকে মন্ত্রী চায় এলাকাবাসী

২০১৯ জানুয়ারি ০৩ ১৭:৩৩:১৩
সাধন মজুমদারকে মন্ত্রী চায় এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি : উত্তরের বরেন্দ্র অধ্যুষিত নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের সবক’টিতে আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এই বিজয়ের পর জেলা থেকে কতজন মন্ত্রিত্ব পাচ্ছেন, তা নিয়ে জেলা জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সর্বত্রই যেন আলোচনার ঝড়। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ৬ জনের মধে একজনের মন্ত্রিত্বের ও এজনের হুইপের অভিজ্ঞতা রয়েছে। অন্য তিনজনও তিনবার করে এমপিত্বে অভিজ্ঞতা রয়েছে। নওগাঁ-৪ আসন মান্দা উপজেলার সন্তান এমাজউদ্দিন প্রমাণিক বর্তমান পাট ও বস্ত্রমন্ত্রী রয়েছেন। তবে তিনি বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন।

এক্ষেত্রে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনের সাধন চন্দ্র মজুমদার এমপি এবং নওগাঁ-৬^ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলম এমপিকে মন্ত্রিত্বের আসনে দেখতে চান অনেকেই। তবে এরমধ্যে হেভী ওয়েট প্রার্থী ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। শুরু থেকেই তার বিজয় নিয়ে দৃঢ় প্রত্যয়ী ছিল আওয়ামীলীগ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার পর থেকেই সাধন চন্দ্র মজুমদার তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম মজবুত করার কাজে হাত দেন। নির্বাচনী এলাকায় দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে দলকে সামনে এগিয়ে নেন। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নতুন কমিটি গঠন ও তা গতিশীল করতে নিরলসভাবে শ্রম দিয়ে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার আওয়ামীলীগের নেতারা নিজেরাই বসে ঠিক করেন কে হবেন তাদের মনোনীত প্রার্থী। তাদের সিদ্ধান্ত মতে সাধন চন্দ্র মজুমদারকে দল একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। ৩০ ডিসেম্বর তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান দলমত নির্বিশেষে জেলার সর্বস্ত্ররের মানুষ। দলকে সংগঠিত করতে এবং সরকারের সার্বিক উন্নয়ন কাজে তিনি অত্যন্ত আন্তরিক। সাধন চন্দ্র মজুমদার তৃতীয়বারের মতো নির্বাচিত এমপি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের মন জয় করে চলছেন দীর্ঘদিন থেকে। তিনি জননেত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় এবার প্রথমবারের মত ঠাঁই পাচ্ছেন বলে এলাকায় চাউর হয়ে উঠেছে। এলাকায় সজ্জন ও গুনী মানুষ হিসেবে তাঁকে সকলেই চেনেন।

এ বিষয়ে সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, বিপুল ভোটের বিনিময়ে নওগাঁর ৬টি আসন নেত্রীকে উপহার দিয়েছেন এখানকার ভোটাররা। চাওয়া পাওয়ার প্রশ্নে তিনি বলেন, আমরা আশাবাদী, নেত্রী মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে নওগাঁবাসীর চাওয়া পাওয়া পুরন করবেন। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্বই দিবেন, সেই দায়িত্বই যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাধন চন্দ্র মজুমদার এমপি।

(বিএম/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test