E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

২০১৯ জানুয়ারি ০৩ ১৭:৩৭:৩১
নওগাঁয় ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নওগাঁ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট তোফাজ্জল হোসেনসহ ১৬ প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়েছে। মাত্র ৩১৩ ভোট পাওয়ার কারণে জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের জামানত বাজেয়াপ্ত হয়।

এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ৩ লাখ ৮২ হাজার ৫শ’ ৩৬ কাষ্টিং ভোটের মধ্যে মাত্র ৩শ’ ২১ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির অপর তিন প্রার্থী নির্ধারিত ভোট না পাওয়ায় তাদেরও জামানাত বাজেয়াপ্ত হয়। নওগাঁর ৬টি আসনেই আওয়ামীলীগ তাদের আসনে জয়ের ধারা অব্যাহত রেখেছে। অপরদিকে ঐক্যজোট (বিএনপি) আবারও ছয়টি আসনেই বিপুল ভোটে পরাজিত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে হেভিওয়েট প্রার্থীসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। প্রত্যাহার করেন ৯ জন। ৬টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করেন।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৬টি আসনে ২০ লাখ ২ হাজার ৭৩৬ জন ভোটার। জেলায় নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৪০১ জন। জেলায় আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী ছাড়া জাতীয় পার্টি, সিপিবি, বাসদসহ অন্য দলের ১৬ প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি। নির্বাচনী বিধি অনুসারে এই ১৬ প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত করা হয়েছে।

(বিএম/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test