E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে হরিণ শিকারের বিপুল পরিমান ফাঁদ উদ্ধার 

২০১৯ জানুয়ারি ০৩ ১৭:৫১:৪৭
সুন্দরবনে হরিণ শিকারের বিপুল পরিমান ফাঁদ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকায় বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৪ শত ফুট হরিণধরা ফাঁদ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে নলবুনিয়ার খাল নামক এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। এসময় চোরা শিকারিরা সুন্দরবনে গহীন অরণ্যে পালিয়ে যায়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, চোরা শিকারিরা হরিণ ধরার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল হক ও জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হান্নানসহ বনরক্ষীরা অভিযান চালিয়ে ফাঁদগুলো আটক করেন। ৫ থেকে জনের একটি চোরা শিকারি চক্রটি গোপনে বনে ঢুকে নাইলনের দঁড়ির ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে দু’একজনকে চেনা গেছে। সবার নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বনআইনে মামলা করা হবে।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test