E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

২০১৯ জানুয়ারি ০৪ ১৭:৫৬:১৮
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের নগর জলফৈ গ্রামের ব্যবসায়ী বাদল মিয়া মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার তারটিয়া বাজার জামে মসজিদে জুমআ’র নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি নগর জলফৈ গ্রামের জহুরুল ইসলাম মাস্টারের ছেলে ও টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভাতকুড়া গ্রামের আ. ছালাম খানের ছেলে রায়হান খান(৩৮) ও ব্যবসায়ী বাদল মিয়া মোটর সাইকেল যোগে দুপুর ১টার দিকে করটিয়া বাজার জামে মসজিদে জুমআ’র নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সদর উপজেলার তারটিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাদল মিয়া(৪০) নিহত এবং রায়হান খান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রায়হান খানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক প্রায় চল্লিশ মিনিট অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর দুই টার দিকে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ভাতকুড়া এলাকা থেকে বাদল মিয়া ও রায়হান খান মোটরসাইকেলযোগে তারটিয়া আসছিলেন। পথে মহাসড়কের তারটিয়া নামক স্থানে পৌঁছলে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের(ঢাকা মেট্রো-ব-১২-০৪৪১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমরে-মুচরে যায় এবং চালক বাদল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

(আরকেপি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test