E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব : অসীম উকিল

২০১৯ জানুয়ারি ০৪ ২২:৪৭:৫৮
শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জনের পর বৃহস্পতিবার দেশগড়ার কাজে শপথ গ্রহণ করেন নব নির্বাচিত সংসদ সদস্যগণ।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় ভোটের মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল শতাধিক পথসভায় হাজার হাজার জনতার উপস্থিতিতে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সকল প্রকার অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াবই। এতে কোন প্রকার আপোষ করা হবে না। শপথ বাক্য পাঠের পর অসীম কুমার উকিল তার প্রতিক্রিয়ায় এ মনোভাব প্রকাশ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নব্বই’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতা ও বাংলদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নীতির রাজা হয়ে কেন্দুয়া আটপড়ার আওয়ামীলীগকে একটি সুন্দর ফুলের বাগানের মতো সাজাতে চান।

তিনি বলেন, আমার কাছে আসতে কোন মাধ্যমের দরকার হবে না, দরকার হবেনা কোন চামচার, প্রয়োজন পরবেনা কোন এপিএস পিএসের। বাসায় কেউ কোন পুটলা পাটলা নিয়ে আসবেন না। কোন প্রকার লৌকিকতারও প্রয়োজন নেই। আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। সরাসরি যে কোন প্রয়োজনে আমার সঙ্গে দেখা করবেন, ফোনে কথা বলবেন, সাধ্যমতো সব সমস্যার সমাধান করে দেব। আর যদি কোন কারণে আমাকে না পান, আমার স্ত্রী বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিলের সঙ্গে যোগাযোগ করলেও আপনাদের কাজ হবে।

কেন্দুয়া আটপাড়ার লাখো লাখো জনতা অসীম কুমার উকিলের এসব বক্তব্যে খুবই উজ্জ্বীবিত হয়ে নৌকায় ভোট দিয়েছে। তারাও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নিকট বিনীত অনুরোধ জানান অসীম কুমার উকিলকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করে স্বাধীনতার পর কেন্দুয়া আটপাড়া অবহেলিত এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার।

(এসবি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test