E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসীম উকিলকে মন্ত্রী পরিষদে নেয়ার দাবি মুক্তিযোদ্ধা মানিকের

২০১৯ জানুয়ারি ০৪ ২২:৫০:৫২
অসীম উকিলকে মন্ত্রী পরিষদে নেয়ার দাবি মুক্তিযোদ্ধা মানিকের

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : একজন ত্যাগী, সৎ, আদর্শ ও যোগ্য নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে নতুন মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করার বিনম্র আহ্বান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিকের। 

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারীদের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্টিত হতে যাচ্ছেন। এতে সারা বাঙালী জাতি খুবই গর্বিত। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বঙ্গবন্ধুর ডাকে সেদিন বাংলার দামাল ছেলেরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি।

তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে দূর্নীতিমুক্ত মাদকমুক্ত ও জঙ্গি এবং রাজাকার মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে সকল মুক্তিযোদ্ধারা নৌকার পক্ষে সারা দিয়েছে। যার ফলশ্রুতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে বাংলাদেশ। এজন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে মুক্তিযোদ্ধা ও আইনজীবীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। একই সঙ্গে নেত্রকোনা-৩ আসনে সৎ আদর্শ ও ত্যাগী নেতা হিসেবে অসীম কুমার উকিল বিশাল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়ায় তাকে নতুন সরকারের মর্যাদাপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করার জন্য কেন্দুয়া আটপাড়ার সকল মুক্তিযোদ্ধা এবং দেশের আইনজীবীদের পক্ষ থেকে এ দাবী জানান তিনি।

সাইদুর রহমান মানিক বলেন, অসীম উকিলের মতো সৎ আদর্শ ও যোগ্য নেতাই এম.পি বা মন্ত্রী হওয়া দরকার। যিনি বঙ্গবন্ধুর আদর্শকে শতভাগ লালন করেন এবং শেখ হাসিনার আদেশ নির্দেশকে শতভাগ মেনে নিয়েই চলেন। দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে অসীম কুমার উকিলের মতো নির্লোভ ও ত্যাগী নেতাকেই মন্ত্রীপরিষদের সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আরো মাথা উঁচু করে দাড়াতে পারবে আগামীর সুন্দরের পথে। তিনি বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা এবং অসীম উকিলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test