E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ যাত্রী নিহত

২০১৯ জানুয়ারি ০৫ ১৪:১২:১৫
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাবা-ছেলে ও পিক-আপভ্যানের চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ জানুয়ারি) ভোর সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাজশাহী থেকে বরই বোঝাই একটি পিকআপ ক’জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে টাঙ্গাইল যাবার পথে ঝাঐল ওভার ব্রীজের নিকট নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় পিক-আপটি পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে এর সামনের অংশ দুমড়ে-মুচরে যায়। ঘটনাস্থলেই বরই ব্যবসায়ী ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপ চালকসহ তিন জনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেśছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই মহাসড়কে ঘন্টা দুয়েক যান চলচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(এমএসএম/এসপি/জানুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test