E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দশ বছর পর উপমন্ত্রী পেলো বাগেরহাট

২০১৯ জানুয়ারি ০৬ ২৩:১১:৩৬
দশ বছর পর উপমন্ত্রী পেলো বাগেরহাট

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বিগত দশ বছর পর এবার বাগেরহাট জেলা একজন উপমন্ত্রী পেয়েছে। বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহার তালুকদার এবার পরিবেশ ও বন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। 

হাবিবুন নাহার তালুকদার খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী।

তবে, স্বাধীনতার পর থেকে পর ৬ বার আওয়ামী লীগ মন্ত্রী সভা গঠন করলেও অর্থনৈতিক ও রাজনীতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হযরত খানজাহানের (র:) পূর্নভূমির বাগেরহাট সদর আসন মন্ত্রী বঞ্চিত থাকলো। বাগেরহাট- ২ সদর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম তরুনদের আইকন শেখ সারহান নাসের তন্ময় বিপুল ভোটে এমপি নির্বাচিত হলেও গতকাল ঘোষিত মন্ত্রী পরিষদের তালিকার তাঁরও নাম নেই।

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের সবকি আওয়ামী লীগের দখলে রয়েছে।
হযরত খানজাহানের (র:) পূর্নভূমিতে স্বাধীনতার পর যতোবারই আওয়ামী লীগ সরকার গঠন করেছে ততোবারই সদর আসনটি থেকে কাইকেই মন্ত্রী করা হয়নি। এবারও এই আসনের মানুষের মন্ত্রী না পাওয়ার বঞ্চনা রয়েই গেলো।

রবিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে মন্ত্রী পরিষদের তালিকার ঘোষনা হবার পর সাধারন মানুষ মিশ্র প্রতিত্রিুয়া দেখিয়েছে। অধিকাংশ মানুষ বলেছে আবাও সদর আসনটি থেকে কাইকে মন্ত্রী করা হলোনা।

অন্যদিকে এর বিপরিত মতামতও দিয়েছেন অনেকে। তারা বলছেন, এমপি শেখ সারহান নাসের তন্ময় বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম। তার পরিবারতো মন্ত্রী বানায়। মন্ত্রী না হয়েও এমপি শেখ তন্ময়কে এলাকার উন্নয়নের জন্য কারও কাছে আটকে থাকতে হবেনা।

(এসএকে/এসপি/জানুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test