E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলীয় প্রভাবে অপরাধীরা যেন ছাড়া না পায় : খুশি কবির

২০১৯ জানুয়ারি ০৭ ১৬:১৯:২৯
দলীয় প্রভাবে অপরাধীরা যেন ছাড়া না পায় : খুশি কবির

নোয়াখালী প্রতিনিধি : ‘দুনিযার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন, নারী উন্নয়ন ও সুবর্ণচরে ভোটের রাতে গণধর্ষণের জড়িতদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে নিজেরা করি সংস্থা ।

ধর্ষক কোন দলের নয়, দলীয় প্রভাবে অপরাধীরা যেন ছাড়া না পায়, কোন উকিল আসামীদের পক্ষ না নেয়ার আহবান জানান, নিজেরা করি কেন্দ্রীয় সম্বনয়ক খুশি কবির ।

সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি ।

সমাবেশ শেষে সুবর্ণ ব্লাড ফাউ-েশনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন তিনি । আলোচিত এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে নোয়াখালীর মানুষ, তারা দ্রুত আসামিদের বিচারের দাববিতে সোচ্চার হয়ে উঠেছেন ।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, যৌন নিপিড়ন বিরোধী শির্ক্ষাথী জোটের সভাপতি শিবলী হোসেন, সুবর্ণচর সাংস্কৃতিক একাডেমির সভাপতি ইমাম উদ্দিন সুমন প্রমূখ ।

স্কুল ছাএী ফাতেমা আক্তারের সন্ধালনায়, সুবর্ণচর উপজেলার ভুমিহীন কমিটির সভাপতি ছেরাজল হক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসাইন বাবুল, চরজুবলী ইউপি সদস্য খলিল উল্যাহ, রেনু মিয়ার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভূমিহীন নেত্রী আমেনা বেগম, আমেনা বেগম, আবুল কাশেম,মারজানা বেগম, খোদেজা বেগম, নুর উদ্দিন, আব্দুস সত্তার, সিরাজ উদ্দিন, আবুল হাশেম, আবু কালাম সফি, বাহার উদ্দিন, ইব্রাহিম খলিল সহ হাজার হাজার ভিক্ষুব্ধ নারী পুরুষ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(আইইউএস/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test