E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাধন চন্দ্র মজুমদার এমপিকে খাদ্যমন্ত্রী করায় নওগাঁয় আনন্দ মিছিল

২০১৯ জানুয়ারি ০৭ ১৭:১৬:৫৪
সাধন চন্দ্র মজুমদার এমপিকে খাদ্যমন্ত্রী করায় নওগাঁয় আনন্দ মিছিল

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪৬, নওগাঁ-১ আসনে তিন বারের বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী নিযুক্ত করায় গণতন্ত্রের মানস কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ আবু এরফানের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কলেজ চত্তরে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ র‌্যালিতে অত্র কলেজের সাথে জামান নগর বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা অংশ গ্রহন করেন। এছাড়া নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে তিন তিনবারের মতো এমপি নির্বাচিত বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারকে সরকারের খাদ্য মন্ত্রি নিযুক্ত করায় পোরশা ও নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল বের করে।

অপরদিকে সাধন চন্দ্র মজুমদার এমপিকে মন্ত্রি পরিষদের অন্তর্ভুক্ত করায় নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি নওগাঁ জেলা আওয়ামী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে নওগাঁ জেলার উন্নয়নের দিকে বিশেষ দৃষ্টি প্রদান করায় নওগাঁবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করেছেন। একই সঙ্গে আব্দুল মালেক বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রি হিসেবে মনোনীত হওয়ায় সাধন চন্দ্র মজুমদার এমপিকেও অভিনন্দন জানিয়ে কৃষি ভিত্তিক ও খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত এই নওগাঁ জেলার কৃষি ও কৃষকদের ভাগ্য উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অনবদ্য ভুমিকা রাখার আহবান জানিয়েছেন।

(বিএম/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test