E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

২০১৯ জানুয়ারি ০৭ ১৯:১৮:১৯
অবশেষে ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শিশু হাসপাতালে মৃত্যু বরণ করেছে।

সোমবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা গভীর শোক প্রকাশ করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার সকাল সাড়ে নয় ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে ব্যক্তিগত ভাবে আমি খুব কষ্ট পেয়েছি। ঢাকা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিশুটির দাফনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল।

শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়। পরে ৬ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে তাকে প্রেরণ করা হয়।

(আরকেপি/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test