E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ৩য় দফায় আগুনে পুড়ে গেছে ১৫ বিঘা জমির আখ

২০১৯ জানুয়ারি ০৭ ২২:১৪:১৩
গোবিন্দগঞ্জে ৩য় দফায় আগুনে পুড়ে গেছে ১৫ বিঘা জমির আখ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে  আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার বিকেলে খামারের মাদারপুর এলাকায় আখের জমিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারের প্রায় ১৫ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্ত হয়। গত ১৫ দিনে তিন বার অগ্নিকান্ডের ঘটনা ঘটল খামারের এই জমিতে। চলতি আখ মাড়াই মৌসুমে গত ২৩ ডিসেম্বর, ৬ জানুয়ারি এবং আজ ৭ জানুয়ারী ১৫ দিনে তিন তিন বার অগ্নিকান্ডে আখ পুড়ে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয় ইক্ষু খামার। বার বার খামারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার সচেতন নাগরিকরা মনে করেন উপজেলার এই প্রধান শিল্প প্রতিষ্ঠানের ক্ষতি সাধনে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার।

(এসআরডি/এসপি/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test