E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে টেন্ডার ছাড়াই সরকারি বিদ্যালয়ের ভবন ভাঙ্গার অভিযোগ

২০১৯ জানুয়ারি ০৮ ১৮:৩৩:০৯
কালিহাতীতে টেন্ডার ছাড়াই সরকারি বিদ্যালয়ের ভবন ভাঙ্গার অভিযোগ

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি দুটি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন বিনা টেন্ডারে ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আদাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ হওয়ায় পুরাতন ভবন ভেঙ্গে ফেলার প্রয়োজন দেখা দিলে স্থানীয় স্কুল কমিটি ও প্রভাবশালীদের সহযোগীতায় ভবন ভাঙ্গার কাজ শুরু করছে বলে স্থানীয় গ্রামবাসী সাংবাদিকদের জানিয়েছে।

মঙ্গলবার সকালে (৮ জানুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা গেছে, আদাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিন সেড বিল্ডিং এর টিন শ্রমিকরা খুলে ফেলেছে। ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ ভবন ভাঙ্গার কাজ শুরু করিয়ে দিয়েছেন বলে শ্রমিকরা জানালেন।

জানা গেছে, বিনা টেন্ডারে সরকারী ভবন ভাঙ্গার নিয়ম না থাকলেও সম্পূর্ণ অবৈধভাবে ভবন ভাঙ্গার কাজ শুরু করায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সাথে কোনোরকম পরামর্শ বা যোগাযোগ না করে অসৎ উদ্দেশে গোপনে ভবন ভাঙ্গার কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, কমিটি রেজুলেশনের মাধ্যমে ঘরটি ভাঙ্গা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু আমি ভাঙ্গার সাথে জড়িত না। আদাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য হাতেম আলী জানান, ইঞ্জিনিয়ার ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশক্রমে ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে।

এ ব্যাপারে কালি হাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান, "আদা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গিলা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙ্গার কোনো টেন্ডার হয়নি।"

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন, “টেন্ডার ছাড়া সরকারী ভবন ভাঙ্গার নিয়ম নেই। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি অবগত হয়ে আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।”

(আরকেপি/এসপি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test