E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদন-নেত্রকোণা সড়কে যাত্রী দুর্ভোগ চরমে

২০১৪ জুলাই ২১ ১২:১৫:৪৬
মদন-নেত্রকোণা সড়কে যাত্রী দুর্ভোগ চরমে

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদন-নেত্রকোণা ৩০ কি:মি: সড়কের তেলিগাতী বাজার হতে মদন পর্যন্ত ১২ কি: মি: সড়কের সংস্কার কাজ না হওয়ায় সড়কটি খানাখন্দকে পরিনত হয়ে পথচারীসহ যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জানা যায়, সরকার এই সড়কের গুরুত্ব অনুধাবন করে ২০১২-১৩ইং অর্থবছরে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক সড়কটি সংস্কারের জন্য ঠিকাদেরকে কার্যাদেশ প্রদান করা হয়। ঠিকাদার সামান্য কাজ করেই সংস্কার কাজ বন্ধ করে দেওয়ায় বর্ষার প্রবল বৃষ্টিতে সড়কের ইট-সুড়কি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন দূর্ঘটনার আংশকা নিয়ে অর্ধ শতাধিক বাস যাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এই সড়কের টেংগা, কেশজানী , জয়পাশা, মৈধাম মাদ্রাসা, আলম বাজার, কোর্ট বিল্ডিং এলাকা এবং শহীদ কদ্দুস মগড়া সেতুর পূর্ব ও পশ্চিম পার্শ্বে বড় গর্তের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরপুর গ্রামের বাস যাত্রী জাহিদ হাসান খান জানান, ভাটি অঞ্চলের লোকজনের জীবন মান উন্নয়নের একমাত্র এই সড়কটির দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা না হলে যে কোন মুহুর্তে ভয়াবহ দূর্ঘটনা সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে। বাসচালক আব্দুল খালেক জানান, এই সড়কে একবার গাড়ী নিয়ে আসলে পরবর্তীতে কেউ আসতে চায় না। গাড়ীর মালিকও ভাঙ্গা রাস্তায় গাড়ী ট্রিপ দিতে চায় না। মদন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল কালাম আজাদ জানান, জন দুর্ভোগ লাগবের লক্ষ্য সড়কটি সংস্কারের ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার বৈঠক হয়েছে। তিনি বলেছেন সড়কটি সংস্কার নয় নির্মাণের পদক্ষেপ চলছে। জেলা সওজ এর নির্বাহী প্রকৌশলী মো: মাসুদ খান জানান, এই সড়কটির করুণ অবস্থা নিরসনের জন্য মেজার প্রকল্পের অন্তুর্ভূক্ত করা হয়েছে এবং শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।
(এএমএ/এএস/জুলাই ২১, ২০১৪)





পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test