E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় বারি সরিষার ফলন নিয়ে মাঠ দিবস

২০১৯ জানুয়ারি ০৯ ১৬:০৪:৫৩
মাগুরায় বারি সরিষার ফলন নিয়ে মাঠ দিবস

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আঙ্গারদহ গ্রামে বুধবার অনুষ্ঠিত হয়েছে বারি সরিষা চাষের উপযোগিতা ও ফলন বিষয়ক মাঠ দিবস।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহম্মদ জাহিদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুশরাত জাহান, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ খান, স্থানীয় আওয়ামীলীগ নেতা পিল্টন মাহমুদ, কৃষক মোখলেছুর রহমান।

মাঠ দিবসে জানানো হয় বারি উন্নতজাতের সরিষা একদিকে যেমন স্বল্পজীবন কালিন অন্যদিকে এটি প্রচলিত সাধারণ জাতের তুলনায় দেড়গুণ ফলন দেয়। এ কারণে কৃষকদের মাঝে এটির চাহিদা বাড়ছে। অনুষ্ঠানে অধিক ফলনের জন্য সরিষা চাষীদেরকে মৌবক্স স্থাপন করে ক্ষেতে মৌচাষের জন্য পরামর্শ দেয়া হয়। মাঠ দিবসের এ অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test