E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০১৯ জানুয়ারি ১০ ১৭:৪১:২২
নওগাঁয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর পারশা, রোণীনগর ও সাপাহারে শীতার্ত মানুষের মাঝে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের প্রদানকৃত কম্বল বৃহস্পতিবার পোরশা উপজেলা নিতপুর মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন উপজেলা নিবার্হী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ্ বিন রশিদ। রানীনগর উপজেলার রায়পুর গুচ্ছগ্রামের ৬০টি পরিবার, ঘাটাগন গুচ্ছগ্রামের ৩০টি পরিবার, আঙ্গিনাগাড়ী গুচ্ছগ্রামের ৩০টি পরিবার ও বেলঘড়িয়া আশ্রয়ন প্রকল্পের ২০টি পরিবারের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্রগুলো বিতরন করেন সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার।

অপরদিকে জেলার সাপাহারে সদর ইউনিয়ন পরিষদে ২৬২ জন দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী।

(বিএম/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test