E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎসব ভাতার দাবিতে বরিশালে আইএপিপি কর্মীদের মানববন্ধন

২০১৪ জুলাই ২১ ১৩:১৩:৪৩
উৎসব ভাতার দাবিতে বরিশালে আইএপিপি কর্মীদের মানববন্ধন

বরিশাল প্রতিনধি : বকেয়া তিন বছরসহ উৎসব ভাতা প্রদানের দাবিতে বরিশালে মানবন্ধ করেছেন ইন্ট্রিগ্রেটেড এগরিবালচার প্রোডাক্টিভিটি প্রজেক্টের (আইএপিপি) কর্মকর্তা কর্মচারীরা। সোমবার  বেলা এগারোটায় অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে বক্তারা বলেন, বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশের বরিশাল ও রংপুর অঞ্চলের ৮ জেলার ৫৪ উপজেলার ৩শ৭২টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম চলমান। এতে ৪ লাখ প্রান্তিক জনগোষ্ঠি সুফল ভোগ করছেন বলে প্রধান মন্ত্রী এই কর্মসূচিকে টেকসই মডেল হিসাবে গ্রহণ করেছেন।
মানবন্ধনে বক্তারা আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রী ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা এবং নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বরাদ্দ থকালেও তিন বছর ধরে তা দিচ্ছেন না প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা। এতে করে সরকারের নির্দেশ যেমন উপেক্ষিত হচ্ছে অপরদিকে কর্মকর্তা কর্মচারীরা উৎসব ভাতা নাপেয়ে পরিজন নিয়ে আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ঈদের আগে তাদের উৎসব ভাতা দেওয়ার দাবি করেন বক্তারা।
নঈম আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, অমিত কুমার, শারজীন আলম, শংকর চন্দ্রসহ অন্যরা।
(বিএস/এএস/জুলাই ২১, ২০১৪)







পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test