E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোরশায় অটোভ্যান চালককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

২০১৯ জানুয়ারি ১১ ১৬:৫৮:২২
পোরশায় অটোভ্যান চালককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় পূর্ব শক্রতার জের ধরে এক অটোভ্যান চালককে ডেকে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় ভ্যান চালক কামাল সরকার(৪৫) তিন জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানাগেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাঙ্গুরীয়া ইউপি’র আমদা গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে আবুল কালাম সরকার প্রতি দিনের মত তার নিজ মালিকানাধীনি অটোভ্যান নিয়ে সূতরইল মোড়ে অবস্থান করছিল। এসময় তেঁতুলীয়া ইউপির পূর্বগ্রামের মৃত নুরুল হকের ঘরজামাই কামাল অটোভ্যানে আমদা গ্রামে যাবে বলে কালামের অটোভ্যান ভাড়া করে এবং আমদা গ্রামের উদ্দেশ্য রওনা করে। যাওয়ার পথে সূতরইল মোড় থেকে প্রায় ৩শ’ গজ দূরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমদা গ্রামের সাইদুর ইসলামের ছেলে জসিম(৩৫) ও জাহাঙ্গীর(২৫), পূর্ব গ্রামের আঃ রশিদের ছেলে রবিউল ইসলাম(২৮) সহ কামাল অটো চার্জারটি থামিয়ে দেয়।

এসময় তারা কালামকে জোরপূর্বক রাস্তার পাশে আম বাগানের মধ্যে হত্যার উদ্দেশ্য নিয়ে যায় ও তাকে এলোপাথাড়ী মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারা তার গলা চাপিয়া শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এসময় কালাম সরকারের চিৎকার শুনতে পেয়ে আশেপাশের গ্রাম থেকে লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং কালাম সরকার প্রানে রক্ষা পায়। লোকজন তাকে তাৎক্ষনিক উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আবুল কালাম সরকার বাদী হয়ে থানায় একটি এজাহার করেছেন। আসামীরা পলাতক রয়েছে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।

(বিএম/এসপি/জানুয়ারি ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test