E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজস্ব জমিতে দলীয় কার্যালয় করার ঘোষণা অসীম উকিলের 

২০১৯ জানুয়ারি ১১ ১৮:৩৩:৩২
নিজস্ব জমিতে দলীয় কার্যালয় করার ঘোষণা অসীম উকিলের 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৫ বছর পর এক রুদ্ধদার বর্ধিত সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। দলের নির্দিষ্ট কোন কার্যালয় না থাকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গীতিকার মো: নূরুল ইসলাম। সভার শুরুতেই প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের নব নির্বাচিত এমপি অসীম কুমার উকিল বলেন, উপজেলা আওয়ামীলীগের একটি নিজস্ব দলীয় কার্যালয় না থাকা খুবই লজ্জার বিষয়।

তিনি ঘোষণা দিয়ে বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগকে একটি সুন্দর ফুলের বাগানের মতো সাজাতে চাই।

তিনি আরও বলেন, উপজেলা সদরে রাস্তার পাশে ভূমি দেখুন, আমি ৩ শতাংশ দলের নিজস্ব ভূমিতে নিজের অর্থে একটি কার্যালয় নির্মান করে দেব। এমপি অসীম কুমার উকিলের পরামর্শেই নির্বাচন পরবর্তী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।

সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওমীলীগের সদস্য পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা প্রমুখ।

নির্বাচন পরবর্তী সময়ে প্রথম বর্ধিত সভায় আওয়ামীলীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুর আলী বিরতীর এক পর্যায়ে সভার বাইরে এসে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতীতের কোন এমপি দলীয় কার্যালয় করার উদ্যোগ নেননি।

অসীম কুমার উকিল প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে নিজস্ব অর্থে দলীয় কার্যালয় নির্মান করে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলার যে ঘোষণা দিয়েছেন এতে আমরা খুবই আনন্দিত ও গর্বিত।

(এসবি/এসপি/জানুয়ারি ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test