E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগার থেকে গম পাচারের ছবি তোলায় সাংবাদিকের উপর কারা রক্ষীদের হামলা, বরখাস্ত ৫

২০১৯ জানুয়ারি ১২ ২৩:০৩:৪০
কারাগার থেকে গম পাচারের ছবি তোলায় সাংবাদিকের উপর কারা রক্ষীদের হামলা, বরখাস্ত ৫

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে গম পাচারকালে ছবি তোলায় বরিশালের প্রবীন সাংবাদিক শামিম আহম্মেদ কে কারাগারের বাইরের সড়ক থেকে তুলে নিয়ে নির্যাতন করেছে কারারক্ষীরা।

এ ঘটনায় সাংবাদিক নেতাদের তোপের মুখে অভিযুক্ত কারারক্ষী উজ্জল, আবু বক্কর, সাঈদ, আবুল খায়ের ও খোকন নামের পাঁচজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নির্যাতনের শিকার সাংবাদিক শামিম আহম্মেদ জানান, কারাগার থেকে ভ্যান যোগে শনিবার সরকারি গম পাচারকালে কোতোয়ালি পুলিশ আটকে দেয়। ওই সময় তিনি সড়কে দাড়িয়ে সেই চিত্র ধারন করছিলেন। এসময় কারা কম্পাউন্ড থেকে ৮/ ১০ জন কারারক্ষী এসে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে মারতে মারতে কারা কম্পাউন্টের ভেতরে নিয়ে যায়। কারা কম্পাউন্টের মধ্যে বসেও সাংবাদিক শামিম আহম্মেদকে নির্যাতন করা হয়। খবর পেয়ে শহীদ আব্দুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সাংবাদিক নেতারা তাকে উদ্ধার করেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম জানান, কারাগার থেকে গম পাচারের সময় প্রথমে একটি ভ্যান সড়কে আটক করা হয়। পরবর্তীতে আরেকটি ভ্যান বের হলে তখন সাংবাদিক শামিম আহম্মেদ সেই চিত্র ধারন করেন। এতে ক্ষুব্ধ হয়ে কারারক্ষীরা তাকে মারধর করে কারা কমাউন্ডের ভেতরে নিয়ে যায়। কিন্তু দূরত্ব একটু বেশি থাকার কারণে তাকে সেইভ করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভ্যান দুটির দু’জন চালককে আটক করা হয়েছে। কিন্তু আটক গম বৈধ না অবৈধ সেই বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

কারারক্ষী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত সকলকে বিভাগীয় শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

সাংবাদিক নেতা আখতার ফারুক শাহিন জানান, ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ অভিযুক্তদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ায় সেখান থেকে সাংবাদিকরা সরে এসেছে। তবে বরখাস্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test