E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে চলছে নগ্ননৃত্য ও জমজমাট জুয়ার আসর 

২০১৯ জানুয়ারি ১২ ২৩:১০:২২
আশাশুনিতে চলছে নগ্ননৃত্য ও জমজমাট জুয়ার আসর 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বালুর মাঠে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু হেনা শাকিল ও তার ছেলে সৌরভ রায়হানের নেতৃত্বে  পুতুল নাচের নামে চলছে নগ্ননৃত্য ও জমজমাট জুয়ার আসর।

অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই প্রতিদিন রাত ৯টায় শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত এ কাজ চলছে। এতে এসএসসি পরীক্ষার্থীদের পাশপাশি সব ধরণের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শনিবার সন্ধ্যায় শ্রীউলা বালুর মাঠ এলাকায় যেয়ে কথা হয় কলিমাখালি গ্রামের নসিমন চালক শামিম আহম্মেদের। তিনি জানান, পুতুল নাচ দেখেতে এসেছেন। গতকাল শুক্রবারও এসেছিলেন। সারা দিনে আয় করেছেন ৪০০ টাকা। পুতুল নাচ দেখতে এসে অর্ধনগ্ন যুবতী নারীদের বিশেষ স্থান স্পর্শ করতে ৫০ টাকা ও চুমু খেতে দিতে হয়েছে এক’শ টাকা। এরপর জুয়ার বোর্ডে প্রথম দু’বার দ্বিগুন টাকা পাওয়া গেলেও তৃতীয় বার হেরেছেন সব টাকা। বাজার না করে বাড়ি ফিরে যাওয়ায় স্ত্রী ও সন্তানদের হাতে লাঞ্ছিত হতে হয়। এরপরও নেশার টানে আবারো এসেছেন।

শ্রীউলা গ্রামের দীপঙ্কর বিশ্বাস, আব্দুল মাজেদ বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও তার পুত্র সৌরভ রায়হান সাদের নেতৃত্বে গত ৯ জানুয়ারি থেকে শ্রীউলা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় ওই জুয়ার আসর শুরু হয়। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় শাকিলের অবৈধ কর্মকাণ্ডে পুলিশের উপস্থিতি লক্ষ্যনীয়। স্থানীয় প্রশাসন পুতুল নাচের প্যাণ্ডেল গত ১০ জানুয়ারি ভেঙে দেওয়া হয়েছে দাবি করলেও বাস্তবে তার কোন সত্যতা নেই। সেখানে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় তহশীলদারকে পাঠালে আয়োজক কর্তৃপক্ষ তাকে লাঞ্ছিত করেছে। পুতুল নামের নামে নগ্ন নৃত্য ও জুয়ার আসরকে ঘিরে শুরু হয়েছে চুরি ও ছিনতাই।

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের দশম এসএসসি পরীক্ষার্থী মাসুদুল আলমের বাবা গাজী সমছের আলী বলেন, সামনে এস এস সি পরীক্ষা। সন্ধ্যার পর থেকে দর্শকদের আকর্ষণের জন্য বাজছে চটকদারি গানের রমরমা মাইক। পড়ে শিক্ষার্থীরা ঠিকমত পড়াশুনা করতে পারছে না। এরই মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু হেনা শাকিলের নেতৃত্বে শুরু হয়েছে নগ্ন নৃত্য ও জুয়ার আসর। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপর এর প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, এখানে প্রতি রাতে নগ্ন নৃত্য, গুটি, ছক্কাপাঞ্জা, ফড় সহ বিভিন্ন ধরনের আসর বসিয়ে খেলা করিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকপক্ষ। দ্রুত এই আসর ভেঙ্গে দেওয়া না হলে এস এস সি পরীক্ষার্থীসহ এলাকার উঠতি বয়সের তরুণ-যুবকদের উপর মারাত্মক প্রভাব পড়বে। সে কারণে দ্রুত ওই আসরটি ভেঙ্গে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, আমি সুন্দরবনে আছি, পরে কথা বলবো।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, সেখানে আর কোন আসর নেই। যা ছিলো ১০ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, ১০ জানুয়ারি এধরনের আসরের খবর পেয়ে ভেঙে দেওয়া হয়। সেখানে একজন গ্রামপুলিশ পাহারায় রাখা হয়েছে। সেখানে এধরনের কোন ঘটনা যাতে না ঘটে। তারপরও এধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। সেটি বন্ধ করতে হলে পুলিশি টহল দরকার। আপনি পুলিশ সুপার মহোদয়কে জানান আর আমিও দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়।

এ ব্যাপারে সাতক্ষীরা পুুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিষয়টি দেখবেন। তবে সাংবাদিকদের নিউজ করার জন্য বলেন তিনি।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি পুলিশ সুপার মহোদয়কে একটু জানান।

(আরকে/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test