E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালিগঞ্জে ম্যাট্স ও আইএইচটি এর একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন

২০১৯ জানুয়ারি ১২ ২৩:১২:২৩
কালিগঞ্জে ম্যাট্স ও আইএইচটি এর একাডেমিক কার্যক্রমের শুভ উদ্বোধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শনিবার সকাল১১ টায়  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় বহু প্রতিক্ষীত মেডিকেল ট্রেনিং সেন্টার (ম্যাট্স) ও ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) এর একাডেমিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। একইসাথে নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সাথে পরিচিতিমূলক অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সিভিল সার্জন ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা: মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: এস জেড আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শেখ আকছেদুর রহমান, ডা. মো. আবুল হোসেন, ডা: শেখ তৈয়েবুর রহমান, ডা. আব্দুল লতিফ, নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের সুপারিনটেনডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড় প্রমূখ।

অনুষ্ঠান চলাকালে অত্র নলতা ম্যাট্স ও আইএইচটি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক জরুরী কাজে এলাকার বাইরে থাকায় মোবাইলে মাধ্যমে নবাগত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সাথে পরিচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যসহকারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,নলতা ম্যাট্স ও আইএইচটি এর শিক্ষক, স্টাফ, ম্যাট্স বিভাগে প্রথম ব্যাচে ভর্তিকৃত ৫২ জন শিক্ষার্থী, আইএইচটি বিভাগের ল্যাব শাখায় ৫১ জন শিক্ষার্থী, একই বিভাগের রেডিও গ্রাফি শাখায় ৫০ টি সিটির মধ্যে ৩৩ জন ভর্তিকৃত শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- ডাঃ আ.ফ.ম রুহুল হকের কারণে আজ সাতক্ষীরাবাসী সাতক্ষীরা মেডিকেল কলেজ ও প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নলতায় ম্যাট্স ও আইএইচটি এর মত প্রতিষ্ঠানে এলাকা তথা দেশের বিভিন্ন এলাকা হতে আগত শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে।

অতিথিবৃন্দ প্রত্যাশা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ যেমন নতুন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তেমনি নতুন প্রতিষ্ঠান হিসেবে নলতা ম্যাট্স ও আইএইচটি এর নবাগত শিক্ষার্থীরা সকল অনিচ্ছাকৃত সমস্যা হাঁসিমুখে মেনে নিয়ে সকলের সহযোগিতায় মেডিকেল কলেজের ন্যায় এখান থেকেও ভাল ফলাফল উপহার দিয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test