E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় ৫ম শ্রেণির ছাত্র অপহরণের ২২ ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ৪

২০১৯ জানুয়ারি ১২ ২৩:২৬:২৮
পাংশায় ৫ম শ্রেণির ছাত্র অপহরণের ২২ ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ৪

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির কাঞ্চনপুর গ্রাম থেকে ছাব্বির (১২) নামের ৫ম শ্রেণির এক ছাত্রকে অপহরণের ২২ ঘন্টার মধ্যে স্থানীয় জনতার সহযোগিতায় উপজেলার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করেছে। ছাব্বির কাঞ্চনপুর গ্রামের আকমল মোল্লার ছেলে।

জানা যায়, গত শুক্রবার ১১ জানুয়ারী সন্ধ্যায় চপ খাওয়ার কথা বলে কাঞ্চনপুর গ্রামের এবো মোল্লার ছেলে নাজির (১৪) ছাব্বিরকে বাড়ী থেকে ডেকে নিয়ে ব্যাটারীচালিত ভ্যানযোগে বাহাদুরপুর ইউপির পাটিকাবাড়ী বাজারে নিয়ে যায়। সেখানে নাজিরের সাথে কাঞ্চনপুর গ্রামের মান্নান প্রামানিকের ছেলে মামুন (১৭), একই গ্রামের লিয়াকত প্রামানিকের ছেলে শাকিল (১৮) ও বাহাদুরপুর ইউপির বিল গজারিয়া গ্রামের জাফর খানের ছেলে সেলিম যোগ দেয়। সেলিম, মামুন, শাকিল ও নাজির মিলে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে ছাব্বিরকে অহরণ করে বাহাদুরপুর পদ্মা নদীর ঘাট পার করে পদ্মা নদীর চরে আটকিয়ে রাখে।

শনিবার বিকেলে পদ্মা নদীর চর থেকে বের হয়ে খোকসার উথলি গ্রামে যাওয়ার পথে বাহাদুরপুর ইউপির মেঘনা-খামারপাড়া বাজারের কাছে রাস্তায় স্থানীয় জনতার সহযোগিতায় বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটিদল অপহৃত ছাব্বিরকে উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত সেলিম, মামুন, নাজির ও শাকিলকে আটক করে।

বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সাজেদুল ইসলাম ঘটনার বিষয়ে তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিলসহ স্থানীয় জনতার সহযোগিতায় ভিকটিম ছাব্বিরকে উদ্ধার করাসহ অপহরণ ঘটনার সাথে জড়িত সেলিম, মামুন, নাজির ও শাকিলকে আটক করা হয়েছে।

(এমএইচ/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test