E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গামেন্টস কর্মীকে দেওয়াল চাপায় হত্যার চেষ্টা

২০১৯ জানুয়ারি ১৪ ১৭:৪৯:১৯
গামেন্টস কর্মীকে দেওয়াল চাপায় হত্যার চেষ্টা

ধামরাই প্রতিনিধি : ধামরাই পৌর এলাকার কায়েত পাড়ায় সরকারী ভিপি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে পালানোর পরিকল্পনায় বাধা দেবার কারনে শ্যামল মন্ডলের স্ত্রী গামেন্টস্ কর্মী গৃহবধূ মিতু রাণীকে দেওয়াল চাপায় হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে অপর অংশের অবৈধভাবে বসবাসকারী বিমল মন্ডল ও তার স্ত্রী। এ ঘটনায় বিমল ও তার স্ত্রী ,উত্তমদের হুমকিতে মিতু রানীর বিবাহ যোগ্য মেয়ে নিয়ে চরম আতংকের মধ্যে পড়েছে।

সরকারী ভিপি সম্পত্তি(অর্পিত)বিক্রির কোনো অনুমতি না নিয়ে গোপনে স্থানীয় কুচক্রী মলের সহযোগিতায় মোটা অংকের অর্থের বিনিময়ে হস্তান্তর করে পালানোর চেষ্টা কালে বিষয়টি জানাজানি হলে শ্যামল ও তার স্ত্রী মিতু জোড়ালো ভাবে বাধা দেয়।এর জেড় ধড়েই আজ ভোরে দেওয়াল চাপা দিয়ে মিতুকে হত্যার চেষ্টা চালায় বলে মিতু ও তার স্বামী এ অভিযোগ করেছেন।

এসময় ভোরের আযান হচ্ছিল।ভোর রাতে ঘুম থেকে উঠে গৃহবধু মিতু গার্মেন্টেসে যাবার আগে তাদের উঠান ঝাড়ু দিতে গেলে পাশের বিমল ও তার স্ত্রী দেওয়াল ধাক্কা ও চাপায় দিয়ে হামলা করে। এসময় মিতু টের পেয়ে সরে পড়ে। মিতু অল্পের জন্য বেচে গেছেন বলে জানায়।

এরপর মিতু রানী গেটে তালা ঝুলিয়ে দিলে অবৈধ পন্থায় বিমলের কাছ থেকে বাড়ি কেনার সাথে জড়িত স্থানীয় বাবুর বউ, গৌতম ও উত্তম গাঙ্গুলি, বিমল মন্ডল ও তার স্ত্রীসহ কয়েক জন মিলে এসে শ্যামল ও মিতু রানীকে হুমকি ও অশালীন ভাষায় গালাগালি ও মারতে আসে।

এলাকা ছাড়ার হুমকি সহ তার কলেজ পড়ুয়া মেয়ের বিয়ে কিভাবে দিবে তা দেখে নেবার হুমকি দেয়। এসময় তাদের কয়েক জন ছেলে সন্তান এসে ঘর থেকে টেনে বের করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন গৃহবধু মিতু রানী মন্ডল।

মিতুর স্বামী শ্যামল মন্ডল উপজেলা প্রশাসনেন নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিজের দুই শতাংর সাথে চার শতাংশ পুরো জমি সরকারী ট্যাক্স প্রদানের মাধমে পাবার জন্য গত কয়েক দিন আগেই আবেদন করেন।

এদিকে ট্যাক্স না দিয়ে গোপনে বিক্রি করে দেশ ছাড়ার পায়তারা করছে বিমল ।তার এই সযোগিতা করছে উত্তম গাঙ্গুলিরা।

সরজমিন গিয়ে দেখা গেছে, দীর্ঘ দিন ধরে শ্যামল ও বিমল মন্ডল চার শতাংশ ভ’মিতে বসবাস করলেও শ্যামল মন্ডল শুধু সরকারী ভাবে ভিপি সম্পত্তির লীজ নিয়ে সরকারী ট্যাক্স পরিশোধ করেন। পাশাপাশি বিমল মন্ডল তার স্ত্রী ও স্থানীয় কয়েক জন কুচক্রী মহল বিমলের সাথে মিলে শ্যামল দের প্রতিনিয়ত নির্যাতন, জ্বালাতন করছে বলে অভিযোগ উঠেছে। এমন কি তার যৌথ ভাবে ব্যবহার করা গ্যাসের চুলাও খুলে নেয় বিমল।

সরকারী ভিপি সম্পত্তি(অর্পিত)বিক্রির কোনো অনুমতি না নিয়ে গোপনে স্থানীয় হারাধন, উত্তম, গৌতম, হারাধন, বিমল মন্ডল সহ কুচক্রী মলের সহযোগিতায় মোটা অংকের অর্থের বিনিময়ে হস্তান্তর করে পালানোর চেষ্টা কালে বিষয়টি জানাজানি হলে শ্যামল ও তার স্ত্রী মিতু জোড়ালো ভাবে বাধা দেয়।

এ ব্যাপারে ধামরাই পৌর এলাকার দুই নং ওর্য়াডের কাউন্সিলর আমজাদ হোসেনকে হামলাকারীরা ডেকে আনেন। তিনি এসে উল্টো বলেছেন জমি তার সে বিক্রি করবে তোরা বাধা দেবার কে বলেন।উল্টো বলেছেন দেওয়াল ভেঙ্গেছো কেন।

এছাড়াও বিমলের কাছে শ্যামল ও মিতু রানীরা দুই লাখ টাকা ও জমি সংক্রান্ত বিষয়ে আরো বিশ হাজার টাকা দিয়েছে বলে ধামরাই পৌর সভার এক-দুই-তিন নং ওর্য়াডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফারজানা আত্তারকে অবহিত করেন। তিনি পৌর সভার মাধ্যমে ঘটনাস্থল গিয়ে বলে আসেন জমি বিক্রি করে বিমল যেনো পালাতে না পারে। পরবর্তীতে আজ হামলার এঘটনায় তিনি অবৈধ ভাবে অর্পিত সম্পত্তি বিক্রির বিষয়ে আর সে কথা না বলায় মিতু রানী ভেঙ্গে পড়েছেন। বিচার দিয়েও এখন কাউন্সিলররা সঠিক কথা বলছেন না বলেন।

নিরাপত্তার কারনে নিরুপায় এই গামেন্টস্ কমী মিতু ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য।

শ্যামল ও মিতুর দাবি নিরাপত্তার স্বার্থে একই দাগে একই ঘরের তলে তার দুইয়ের সাথে আরো দুই সহ চার শতাংশ জমি যেনো তার নামে লীজ প্রদান করে বহিরাগতদের অত্যাার থেকে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের কাছে অনেক আগেই আবেদন করেছেন বলে জানান মিতু ও শ্যামল।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test