E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

২০১৯ জানুয়ারি ১৫ ১৬:০৪:৪৩
মির্জাগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী। উপজেলা মেডিকেল অফিসার মোঃ হাসান জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শাইফুদ্দিন ওয়ালীদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুনিল কুমার রায়, মির্জাগঞ্জ থানর ওসি তদন্ত মোঃ শাহ আলম ও সহকারি প্রাথমিকি শিক্ষা অফিসার জিন্নাত জাহান প্রমুখ।

স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আগামী ১৯ জানুয়ারী মির্জাগঞ্জের ৬টি ইউনিয়নের ১৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১মাস পর্যন্ত ২ হাজার ২৪১জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২০ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

এ সময়ে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি কর্মকর্তা,ইমাম ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

(ইউজি/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test