E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ১ লাখ ৭ হাজার ১০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

২০১৯ জানুয়ারি ১৫ ১৬:১৫:৩৭
মাগুরায় ১ লাখ ৭ হাজার ১০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরা প্রতিনিধি : আগামী ১৯ জানুয়ারি  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায়  ১ লাখ ৭ হাজার ১০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

মঙ্গলবার এ উপলক্ষে মাগুরা সিভিল সার্জনের অফিসকক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মুনশী মো. ছাদুল্লাহ। এই কর্মসূচি সফল করতে জেলার একটি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নে মোট ৯৪১টি কেন্দ্রে ১৩২ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবক এবং ২৪৩ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।

কর্মশালায় সির্ভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test