E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে চাঁদার টাকা কম দেয়ায় ছাত্রের মাথা ফাটিয়ে দিলেন প্রধান শিক্ষক

২০১৯ জানুয়ারি ১৫ ১৭:৫৫:১৩
রাজারহাটে চাঁদার টাকা কম দেয়ায় ছাত্রের মাথা ফাটিয়ে দিলেন প্রধান শিক্ষক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের চাঁদার টাকা কম দেয়ায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলজার হোসেন বিদায়ী পরিক্ষার্থী সৌরভ রায় (১৬)কে মাথায় প্রচন্ড আঘাত করে ফাঁটিয়ে রক্তাক্ত করে গুরুতর আহত করেছে। 

সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশংকা মুক্ত নয় বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার বিক্ষুব্ধ অভিভাবকরা ছুটে গিয়ে প্রধান তার শিক্ষককে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে প্রায় ২ঘন্টার পর রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ প্রধান শিক্ষক গোলজার হোসেনকে থানায় নিয়ে আসে।

এ সময় ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীরা প্রধান শিক্ষক গোলজার হোসেনের কঠোর শাস্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল প্রতিষ্ঠান থেকে বের করে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রদর্শন করে অভিযোগ দায়ের করেছে। এ সময় রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভা চলছিল। বিষয়টি নবাগত সংসদ সদস্য অবগত হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। আহত সৌরভ রায় নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া গ্রামের কৃষ্ণ কুমার রায়ের পুত্র।

আহত পরীক্ষার্থীর পরিবার জানান, ভাই-বোন মিলে এবারে এসএসসি পরীক্ষা দিবে। বিদায়ী অনুষ্ঠানের জন্য তাদের দু’জনের ৬শ টাকা চাাঁদা দাবী করে। উক্ত শিক্ষার্থী ১’শ টাকা কম দেয়ায় তাকে অফিসে ডেকে এনে মাথা ফাঁটিয়ে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন,শুধু বিদায়ী চাঁদা নয়, নতুন পাঠ্যবই বিনামুল্যে বিতরণ করার কথা থাকলেও প্রধান শিক্ষক গোলজান হোসেন টাকা নিয়ে বই দিয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক গোলজার হোসেন পুলিশের কাছে ছাত্র নির্যাতনের কথা স্বীকার করেছে।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান বলেন, অভিযোগ এলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে ।

(পিএমএস/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test