E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ ওয়াহেদুজ্জামানের দাফন সম্পন্ন

২০১৯ জানুয়ারি ১৫ ১৮:৪৮:৩৮
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ ওয়াহেদুজ্জামানের দাফন সম্পন্ন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

মঙ্গলবার বাদ জোহর কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসকের নেতৃত্বে গর্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে মহৎপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়।

তার জানাজা নামাজে অংশ নেন সাবেক সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোশাররফ হোসেন মশু, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ।

জানাযা’র আগে বেলা ১২টার সময় তার মৃত দেহ শেষ বারের মত কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ অফিস চত্ত্বরে এবং থানা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে নিয়ে গেলে সেখানে কালিগঞ্জ থানা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শবদেহে শেষ বারের মত ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তার নিজ বাসভবনে নিয়ে গেলে সেখানে পরিবার ও আত্মীয় স্বজনের নিকট হতে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রসঙ্গত, রবিবার রাত সাতটার দিকে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেখ ওয়াহেদুজ্জামান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

(আরকে/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test