E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর 

২০১৯ জানুয়ারি ১৬ ১৬:৫৮:০৭
সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর 

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকারী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সরকারের লক্ষ সমুহকে অর্জন করার ক্ষেত্রে ভুমকি রাখতে হবে। সরকার রাজনৈতিকভাবে যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকারের ভাবমুর্তি তুলে ধরতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরই ভুমিকা গুরুত্বপূর্ন।

বুধবার বেলা ১১টায় নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল বারী, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মোমিনুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াৎ মোঃ রফিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওসমান গণি, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুৃমার মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ৩০ ডিসেম্বর সর্বকালের একটি শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই শান্তিপূর্ন নির্বাচনের জন্য সরকারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ন অবদান ছিল। নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে তা এখন সরকারের এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ এবং উন্নত দেশ গড়তে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে তিনি আহবান জানান।

কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিভিণœ ফসল উৎপাদন সম্পর্কিত সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। ঘরে বসে মনগড়া কোন তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি আহবান জানান।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, খাদ্য একটি সংবেদনশীল বিভাগ। কাজেই এ সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। কারন এ ব্যাপারে কোন অসংলগ্ন তথ্য পরিবেশিত হলে দেশজুড়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

(বিএম/এসপি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test