E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলোর ফেরিওয়ালা এখন দুমকিতে

২০১৯ জানুয়ারি ১৬ ১৭:১৯:০৬
আলোর ফেরিওয়ালা এখন দুমকিতে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহকদেরকে হয়রানি থেকে মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ ‘আলোর ফেরিওলায়া’রা এখন পটুয়াখালীর দুমকিতে।  

বুধবার দুপুরে দুমকি উপজেলা শহরের নতুন বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প চালু করা হয়।

পল্লী বিদ্যুতের পটুয়াখালী সমিতির সহকারী ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন শেখ’র নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে আলোর ফেরিওয়ালা কর্মসূচির সূচনা করেন।

এ সময় এজিএম (সদস্য সেবা) এস.এম.জি এলমান শাহ, জুনিয়র ইঞ্জিনিয়ার মো: বাবুল খান, দুমকি আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মো: জামাল উদ্দিন উপস্থিত ছিলেন, ওয়ারিং পরিদর্শক ফরিদ আহম্মেদ, লাইনম্যান মো: আফজাল হোসেন, লাইন টেকনিশিয়ান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোর ফেরিওয়ালা কর্মসূচির শুরুতে থানা ব্রিজস্থল মো: কামরুল আহসানের ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ ফি গ্রহণের মাত্র ৫মিনিটের মধ্যেই সংযোগ দেয়া হয়। পরে একই গ্রামের কাজল রেখা, মতিউর রহমান মোল্লা, মো: সফিকুল ইসলামসহ অন্তত: ১০/১২ গ্রাহকের আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

পটুয়াখালী সমিতির সহকারী ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন শেখ জানান, এই সেবার মাধ্যমে গ্রাহকের আবেদন পেলেই কেবল সংযোগ ফি নিয়ে দেওয়া হচ্ছে নতুন সংযোগ। মিটারের আবেদন করার সাথে সাথে ভ্যান গাড়িতে মিটার, বিদ্যুতের তারসহ অন্য সরঞ্জাম নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্যানযোগে গ্রাহকের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। আলোর ফেরিওয়ালারা সংযোগ ফি দিয়ে সংক্ষিপ্ততম সময়ে সংযোগ দেওয়ায় গ্রামের মানুষ অত্যন্ত আনন্দিত।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test