E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রোটা ভাইরাসে আক্রান্ত কয়েক হাজার শিশু

২০১৯ জানুয়ারি ১৭ ১৫:১৫:৪১
রোটা ভাইরাসে আক্রান্ত কয়েক হাজার শিশু

নিউজ ডেস্ক : চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোতে হাজার হাজার শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত এক মাসে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ৬ হাজারের অধিক রোটা ভাইরাস আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। যা অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ।

শুধুমাত্র এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় দেড় হাজার শিশু। এতে রোগীর উপযুক্ত চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলছেন, শীত মৌসুম, অপরিছন্ন থাকা ও কাঁচা ফলমূলের সঙ্গে রোটা ভাইরাস বেশি ছড়ায়। তবে অভিভাবকরা আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যা করলে রোটা ভাইরাস সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। তবে অধিকাংশ অভিভাবক জানে না রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণ।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সিনিয়র মেডিকেল অফিসার ডা. এনামুল ইসলাম জানান, বিগত বছরের তুলনায় এ বছর রোটা ভাইরাসে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। এ রোগ এমনিতেই সেরে যায়। স্বল্পমেয়াদী এ রোগ হলে ৬-৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়।

মতলব উদরাময় গবেষণা কেন্দ্র সূত্র জানায়, গত এক মাসে এ কেন্দ্রে ৬ হাজার ৫৪ জন রোটা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এক বছরেরও কম বয়সের শিশু রয়েছে ৪ হাজার ৯০০ জন।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test