E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুমকিতে ‘মানবতার দেয়াল’

২০১৯ জানুয়ারি ১৭ ১৭:৪৫:০২
দুমকিতে ‘মানবতার দেয়াল’

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে অসহায় মানুষদের শীতকষ্ট নিবারণে সহায়তার এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘মানবতার দেয়াল’। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে উদ্যেগটি দ্রুত ছড়িয়ে পড়েছে রাজধানী শহর ঢাকাসহ সারাদেশে। বিত্তবান কয়েক জন তরুনের স্ব-উদ্যোগে চলছে এলাকায় শীতার্থ মানুষের শীতবস্ত্র সহায়তার এ ”মানবতার দেয়াল”।

উপজেলা শহরের সরকারী জনতা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলাম স্থানীয় কয়েকজন তরুণদের নিয়ে সর্বপ্রথম ‘মানবতার দেয়াল’র ধারণাটির বাস্তব রূপদেন। কলেজ গেটের সামনের দেয়ালকে বেছে নিয়ে নিজেদের ব্যবহার্য পুরনো শীতবস্ত্র গুলো এনে ওই দেয়ালে রেখে দেন।

প্রচারণা হিসেবে নিজেরারাই পাশে লিখে দেন, যার যেটা প্রয়োজন-সে সেটা নেন, আপনার অপ্রয়োজনীয়টা রেখে যান। সেই থেকে চলছে এ মানবতার দেয়াল। এলাকার বিত্তবান ধনাঢ্য পরিবারের তরুন যুবক ছেলে-মেয়েরা তাদের নিজেদের ব্যবহার্য্য পুরাতন শীতবস্ত্র যেমন, সোয়েটার, গেঞ্জি, জ্যাকেট, প্যান্ট, সার্ট, টি-সার্ট, স্যালোয়ার-কামিজ দেয়ালের নির্দিষ্ট স্থানে রাখছেন। যার যেটা প্রয়োজন নির্দিধায় সে নিয়ে নিচ্ছেন। যুবকদের গড়া ‘মানবতার দেয়াল’ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

এ বিষয়ে সরকারী জনতা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলাম বলেন, ‘মানবতার দেয়াল’ শীতার্থদের জন্য শীতবস্ত্র সহায়তার একটি প্লাটফর্ম। সমাজের অবহেলিত অস্বচ্ছল মানুষদের জন্যে কিছু করতেই এই ক্ষুদ্র প্রয়াস। আশা করছি বিত্তবান ও স্বচ্ছল মানুষরা তাদের অব্যবহৃত জামা কাপড় এ দেয়ালে রেখে যাবেন। যার ফলে অস্বচ্ছল মানুষেরা এখান থেকে নিয়ে কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে।

(এস/এসপি/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test