E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলাঝাড়ায় ২৮ বছর পর নতুন কমিটি পেল আ.লীগ

২০১৯ জানুয়ারি ১৭ ১৭:৫৮:৪০
আগৈলাঝাড়ায় ২৮ বছর পর নতুন কমিটি পেল আ.লীগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দীর্ঘ ২৮ বছর পর সুনীল কুমার বাড়ৈ’কে সভাপতি ও আবু সালেহ লিটন’কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলায় নতুন কমিটি পেল ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

দীর্ঘ ২৮ বছর পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ দলের অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ দলের নেতাকর্মীরা বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি পরীবিক্ষণ ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত কমিটিতে উপজেলা শিক্ষক নেতা সুনীল কুমার বাড়ৈ ও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়কের দায়িত্ব পালনকারী আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, সাবেক উপাধ্যক্ষ এসমএম হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস সাত্তার মোল্লা।
কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আবুল বাশার হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাকাল ইউপি চেযারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রফিকুল তালুকদার। আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার।
দলীয় সূত্র মতে, ১৯৯০ সালের মার্চ মাসে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে সমাজ সেবক অতুল মালাকার সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটির পরে আর আওয়ামীলীগের কোন পূর্নাঙ্গ কমিটি হয়নি আগৈলঝাড়ায়।

অতুল-রইচ কমিটির পর ১৯৯৭ সালে শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারকে প্রধান করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ওই কমিটি ২০০১ সালের জাতীয় নির্বাচন পার করে। ওই আহ্বায়ক কমিটির পর ২০০২ সালে পুণরায় গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হন ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা আহ্বায়ক হিসেবে দীর্ঘ দশ বছর পার করার পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের কাউন্সিল ও ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে ওই বছর ২৫ ডিসেম্বর ইউসুফ মোল্লাকে সভাপতি, যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাধারণ সম্পাদক হিসেবে মাত্র দুই জনের নাম ঘোষণা করে গঠন করা হয় উপজেলা আওয়ামীলীগ কমিটি। ইউসুফ-যতীন দু’জনে এক বছরেও পুর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় ২০১৪ সালের ৮ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার হন যতীন। ওই বছর ১৩ ডিসেম্বর ইউসুফ মোল্লার মারা যান। সেই থেকে সভাপতি ও সাধারণ সম্পাকের পদ শুন্য ছিল আগৈলঝাড়ায়। নেতৃত্ব শুন্য উপজেলা আওয়ামীলীগে সমন্বয়কের দায়িত্ব পালনে হাল ধরেন সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত। সঠিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে নতুন কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন তিনি।

(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test