E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকশী রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি  উৎসব

২০১৯ জানুয়ারি ১৯ ১৫:১৩:১০
পাকশী রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি  উৎসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাকশীর অপরূপ নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী  বাংলাদেশ রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী শুক্রবার বিকেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী  আলহাজ্ব শামসুর রহমান শরীফ শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সিএসটিই অসীম কুমার তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হোসেনব ভূঁইয়া, বিবিএস কেবলস এর পরিচালক আশরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য ছাইফুল ইসলাম বাবু মন্ডল। পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।

শতবর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐক্যতান- এই স্লোগাণে আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার গৌরব ও ঐতিহ্যের ১০০ বছর পূর্ণ করেছে। বিভিন্ন অনুষ্ঠান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে বৃটিশ শাসনামলে পরিকল্পিত নগরী পাকশীর অপরূপ নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব। শতবর্ষ পূর্তি উৎসবে আসা শিক্ষার্থীদের অনেকেই দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত। হাজারো নবীন-প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে সবুজে প্রকৃতি আর শীতের সন্ধ্যা ছিল প্রাণচাঞ্চল্যে উচ্ছল।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শতবর্ষ পূর্তি উৎসবের আহবায়ক হাবিবুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test