E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে আপেল মাহমুদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

২০১৯ জানুয়ারি ২০ ১৬:২২:৩৮
গোবিন্দগঞ্জে আপেল মাহমুদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আপেল মাহমুদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার সকাল ১১টায় এলাকাবাসী ফাঁসিতলা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ঘন্টা ব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন চলাকালে সৈয়দ আপেল মাহমুদের হত্যার প্রতিবাদ নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, যুবলীগ নেতা হারুন, ইউপি সদস্য এরোম, মজিদ, আপেল হত্যা মামলার বাদী তার চাচা সৈয়দ আব্দুল করিম প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী রাতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে আপেল মাহমুদ নিখোঁজ হয়। ওই রাতেই গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু থানা পুলিশ আপেল মাহমুদের লাশ উদ্ধার করে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি গ্রামের সৈয়দ আব্দুল ওহাব ডিপটির একমাত্র পুত্র। অসুস্থ মা আয়েশা বেগম একমাত্র পুত্র হত্যার খবরে তিনিও মারা যান। পরদিন মা- ছেলের একসাথে জানাজা শেষে দাফন করা হয়।

(এসআরডি/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test