E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় পারিবারিক উদ্যোগে ক্যান্সার প্রতিরোধ ও নির্ণয় কেন্দ্রের উদ্বোধন

২০১৯ জানুয়ারি ২০ ১৬:২৯:১৯
নওগাঁয় পারিবারিক উদ্যোগে ক্যান্সার প্রতিরোধ ও নির্ণয় কেন্দ্রের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : রবিবার বেলা ১১টায়  নওগাঁয় পারিবারিক উদ্যোগে একটি ক্যান্সার প্রতিরোধ ও নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

নওগাঁর হক পরিবারের উদ্যোগে “রোকেয়া-মজিদ” ক্যান্সার প্রতিরোধ ও নির্নয় কেন্দ্র নামে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় ফিতা কেটে উদ্বোধন করেন, হক পরিবারের সবচেয়ে বয়োজৈষ্ঠ ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা এ এন এম মোজাম্মেল হক। রোটারিয়ান অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন খান পথিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিজিডি জয়নুল আবেদীন, রোটারিয়ান আহমেদ ফারুক, রোটারিয়ান ডাঃ সেলিনা হক, প্রফেসর আনন্দ কুমার সাহা, রেটারিয়ান ডাঃ পেট্রিক বিপুল বিশ্বাস, রোটারিয়ান প্রফেসর ড. এস আলম এবং ইঞ্জিনিয়ার এ বাসার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুল হত কমল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ হক পরিবারের সদস্যবৃন্দ। এই কেন্দ্রে রাজশাহী ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ক্যান্সার সনাক্ত করন এবং প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হবে। দরিদ্রদের জন্য বিনামুল্যে ক্যান্সার সনাক্ত করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

এই পরিবারের অন্যতম সদস্য রোকেয়া ও আব্দুল মজিদের পুত্র ফাও-এর সাবেক পরিচালক ও বর্তমানে ইংল্যান্ডের সাউথ হ্যামটন বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল হক এবং ফ্র্যান্সে বসবাসরত বিজ্ঞানী ড. আজিজুল হক এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বলে জানানো হয়েছে।

(বিএম/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test