E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা হাসপাতালের জমি দখল করে চলছে রাস্তা নির্মাণ

২০১৯ জানুয়ারি ২০ ১৮:৪৮:৫৪
উপজেলা হাসপাতালের জমি দখল করে চলছে রাস্তা নির্মাণ

বাগেরহাট প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বাগেরহাটের শরণখোলা উপজেলা হাসপাতালের জায়গায় রাস্তা নির্মানের কাজ শুরু করেছে রায়েন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দারের যোগসাজশে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেষে দক্ষিণ দিকে বসবাসরত কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে এই রাস্তা নির্মানের কাজ অব্যাহত রয়েছে। আর এই তদারকির দায়িত্ব পালন করছে এক  ইউপি সদস্য । 

অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালের ঘূণিঝড় সিডরের তান্ডবে শরণখোলা হাসপাতালের সীমানা প্রাচীরের দক্ষিণ দিক থেকে আংশিক প্রাচীর ভেঙ্গে পড়ে। তা সংস্কারের জন্য সরকারী কোন বরাদ্দ না থাকার কারনে দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়ে থাকে। কিন্তু ২০১৪ সালে তৎকালীন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম মামুনউজ্জামান কারও কোন অনুমতি ছাড়াই ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসপাতালের দক্ষিণ পাশের ওই প্রাচীর সম্পূর্ন গুড়িয়ে দিয়ে একটি নতুন রাস্তা নির্মানের উদ্যেগ নেন। বিষয়টি নিয়ে ওই সময় স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তৎকালীন ওই ইউএনওর উদ্দ্যোগ ভেস্তে যায়।

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নতুন করে দীর্ঘদিন পর স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধিদির সহায়তায় হাসপাতালের জমি দখল করে ওই রাস্তাটি পাকা করনের উদ্যেগ নেয়। নাম প্রকাশ না করার শর্তে, হাসপাতালের এক স্টাফ বলেন, সিডরের পর ২০১৪ সালে শরণখোলার তৎকালীন (ইউএনও) ক্ষমতার অপব্যবহার করে প্রাচীরের দক্ষিণ দিক থেকে ভেঙ্গে ফেলায় হাসপাতাল অরক্ষিত হয়ে পড়ে। যার ফলে অবাদে হাসপাতাল অভ্যান্তরে গরু, ছাগল, মহিষ, ভেড়া সহ নানা প্রকার প্রানী অহরহ প্রবেশ করে তা চারন ভুমিতে পরিনত করছে।

পরিবেশ খারাব হওয়ার পাশাপাশি সন্ধ্যা হলে হাসপাতালের আবাসিক কোয়াটারগুলোর আশে পাশে মাদক সেবীদের আড্ডা দেখা যায়। সদ্য নির্মানাধীন রাস্তাটির মোট জমির মধ্যে অর্ধেকই হাসপাতালের। এছাড়া ওই সময় হাসপাতালের মধ্যের জমির মাটি খনন করে তা দিয়ে রাস্তা নির্মান করায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি করবে। ওই সময়ে ভেঙ্গে ফেলা প্রাচীরের কয়েকহাজার ইট ও কয়েক মন রডের এখন কোন হদিস নেই। সরকারী জায়গা দখল করে প্রকাশ্যে রাস্তা তৈরী করা হলেও প্রশাসনের নজর নেই।

এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসীর সুবিধার জন্য সড়কটি নির্মান করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের ওই জমি কোনদিন প্রয়োজন হলে তা ভেঙ্গে ফেলা হবে।

অপরদিকে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার তার যোগসাজশের বিষয়টি গুজব দাবী করে বলেন, জমি দখল করে রাস্তা নির্মানের বিষয়টি তিনি জানেন না। এছাড়া রাষ্ট্রের সম্পত্তি দেয়ার তিনি কেউ নন। মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া তার অনুমতি দেয়ার কোন বিধান নেই। এছাড়া হাসপাতালের প্রাচীর নির্মানের কাজ শীঘ্রই শুরু করা হবে। তবে দখলের বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করবেন বলে তিনি মন্তব্য করেন।

(এসএকে/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test