E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

২০১৯ জানুয়ারি ২১ ১৮:৫২:৪১
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ সোমবার এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার নলদাহ গ্রামে ইট বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস(০৮) নামে এক শিশু নিহত হয়। নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। অপর নিহত আপন রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আজ সকাল ৯ টার দিকে তমাল হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ঢাক্কা দিলে সে মটর সাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামি একটি বাসের চাপায় আপন বিশ্বাস (০৮) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আপন তার নানা বাড়ি মাগুরা সদরের লক্ষীকান্দরে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।

নলদাহের এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরদের মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test