E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ডিআরসি’র সহযোগিতায় প্রকল্পের কাজ শুরু

২০১৪ জুলাই ২১ ১৭:৪৯:১৭
সিরাজগঞ্জে ডিআরসি’র সহযোগিতায় প্রকল্পের কাজ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি : আর্ন্তজাতিক দাতা সংস্থা ডেনিস রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এর সহযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় দূর্যোগ কবলিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, দুযোর্গের কারণে নিজভূমি থেকে ছিটকে পড়া মানুষদের জন্য নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা শার্প এর পরিচালক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিকুল ইসলাম, ডিআরসির প্রধান কার্যালয়ের প্রতিনিধি গৌরব ভার্মা, ন্যাশনাল ফাউন্ডার আলফ্রেড চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জ একটি দূর্যোগ প্রবন এলাকা। এখানকার অধিকাংশ মানুষ নদী ভাঙ্গন কবলিত। এই কারণে অনেকেই তাদের পৈত্রিক ভিটা ছেড়ে অনত্র ঠাঁই নিতে বাধ্য হয়েছেন।

সেই সব মানুষদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ প্রকল্প অনেক কাজে আসবে। ডিআরসির প্রতিনিধি বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এটি একটি পাইলট প্রজেক্ট। এর ভিত্তিতেই আগামীতে স্থায়ীভাবে কাজ করা হবে।

(এসএস/জেএ/জুলাই ২১, ২০১৪)







পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test