E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে চলন্তবাসে স্বর্ণালংকার ছিনতাই, ৭ নারী আটক

২০১৯ জানুয়ারি ২২ ১৫:০৩:৪৮
সাভারে চলন্তবাসে স্বর্ণালংকার ছিনতাই, ৭ নারী আটক

স্টাফ রিপোর্টার : ঢাকার অদূরে সাভারে ছিনতাইকালে সংঘবদ্ধ নারী চক্রের সক্রিয় সাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো, মায়েরুন (২৬), কমলা (২৬), মিতু (২৫), ফরিদা (৫০), বানেছা (৪০), জামেলা (৩৫) ও মারুফা (৪৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ডরমন্ডল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় , দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে ওই নারী চক্রের সাত সদস্য। পরে বাসের ছিটে বসে থাকা এক নারীর গলার স্বর্ণের চেইন কৌশলে খুলে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী চক্রের এক সদস্য । এসময় ওই নারী বাসযাত্রী টের পেয়ে চিৎকার করলে বাসের অন্যান্য যাত্রীরা ওই নারীকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে বাসে লুকিয়ে থাকা আরো ছয় নারীকে আটক করা হয়। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সাত নারী ছিনতাই কারী প্রতিদিন সাভারে বিভিন্ন বাসে যাত্রীদের সাথে বসে কৌশলে টাকা পয়সা ও স্বর্ণলঙ্কার হাতিয়ে নিতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গণধোলাইয়ের শিকার ওই সাত নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তাদের সাথে আরো কতজন জড়িত রয়েছে সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। একই সাথে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(টি/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test