E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না : অসীম উকিল

২০১৯ জানুয়ারি ২২ ১৮:৪৩:৩৪
কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না : অসীম উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কর্তব্যে অবহেলা সহ যাবতীয় সমস্যা দূর করতে আকস্মিক পরিদর্শনে যান নেত্রকোনা-৩ আসনের এম.পি বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। 

মঙ্গলবার সকাল ঠিক ৮ টায় তিনি উপস্থিত হন আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রথমবারের মতো সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম.পির উপস্থিতির খবর পেয়ে কর্মকর্তা কর্মচারী ও আশেপাশের লোকজন দৌড়াঁদৌড়ি করে এসে উপস্থিত হতে থাকেন।

এসময় তিনি জরুরী বিভাগে কর্মরত অবস্থায় দেখতে পান আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে থাকা ডা. রজত কান্তি সরকার সহ অন্যান্য সহকর্মীদের। তবে এসময় কর্মস্থলে উপস্থিত পাননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবাহ্, জুনিয়র কনসালটেন্ট ডা. মো: মুস্তাফিজুর রহমান, সহকারী ডেন্টাল সার্জন ডা. নূর আক্তার হাফিজা, ডা. আলী মুহাম্মদ হোসাইন, ডা. আশরাফুজ্জামান ও ডা. ঈশীতা জাহান আনসারীকে। সূত্রে জানা যায় ডা. ঈশীতা জাহান আনসারী রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে এবং ডা. আলী মুহাম্মদ হোসাইন আছেন নৈমত্তিক ছুটিতে।

এম.পি অসীম কুমার উকিল আবাসিক মেডিকেল অফিসার ডা. রজত কান্তি সরকারকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ওই বিভাগের নানা সমস্যা, স্বাস্থ্য প্রশাসক সহ চিকিৎসকদের অনুপস্থিতি স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এম.এ আজিজ, নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো: তাজুল ইসলাম খানকে অবহিত করেন।

এছাড়া ডা. রজত কান্তি সরকার সহ অন্যান্যদের উপস্থিতিতে তিনি বলেন, কোন প্রকার অনিয়ম, দুর্নীতি ও কর্তব্য অবহেলা সহ্য করা হবে না। সরকারের সকল সেবা যাতে জনগণ সঠিকভাবে পায় সে ব্যবস্থা সকলকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এবং উন্নতমানের স্বাস্থ্য সেবা জনগণকে দিতে। এই স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আপনাদের যা যা সহযোগিতা করা দরকার সবই করা হবে।

তিনি বলেন, আমি শাসক হয়ে নই, সকলকে সহযোগিতা করতেই জনগণের ভোটে এম.পি হয়েই এখানে এসেছি। তবে কোন অনিয়ম দুর্নীতি ও অবহেলা ধরা পড়লে তাকে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। ক্ষুন্ন করতে দেয়া হবে না সরকারের ভাবমুর্তি। তিনি আগামী দিনগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্বাস্থ্য বিভাগের যাবতীয় সমস্যা লিখিত ভাবে জানানোর জন্য আহবান জানান এবং পরিবেশকে আরো সুন্দর করে তোলার জন্য নির্দেশ দেন।

(এসবি/এসপি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test