E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বেহাল

২০১৪ জুলাই ২১ ১৮:১২:৫৪
আগৈলঝাড়ায় অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বেহাল

বরিশাল প্রতিনিধি : জেলার আগৈলঝাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বেহাল। ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে চলছে এখানের বাসিন্দারা।

এ ব্যাপারে এলজিইডি বিভাগ সড়কগুলো পরিদর্শন করলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উপজেলা প্রকৌশলী জানালেন, উপজেলার অভ্যন্তরীণ সড়ক সংস্কার ও পাকা করণের চাহিদা এলজিইডি বিভাগে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।

উপজেলা সদরের বাসিন্দা প্রবীর বিশ্বস জানান, উপজেলা সদর থেকে ৫টি ইউনিয়নে চলাচলের জন্য কাঁচা ও আধাপাকা সড়কগুলোতে একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাকাল ইউনিয়ন পরিষদ থেকে নওপাড়া হয়ে রাজিহার সড়কের প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন চলাচল করে। ক’দিন ধরে বৃষ্টি হওয়াতে ওই সড়কের দু’টি স্থান ধ্বসে পড়ায় এখন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এই সড়টি যেকোন সময় ধ্বসে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান রাজিহার গ্রামের বাসিন্দা আ. হক জোমাদ্দার। তিনি আরো জানান, উপজেলার বড় বাশাইল ওয়াপদা থেকে বাটরা পর্যন্ত সড়কটির একাংশ ঠিকাদারী প্রতিষ্ঠান গর্ত করে ফেলে রেখেছে। বৃষ্টির কারণে বর্তমানে পানি জমে ওই সড়কে জনসাধারণের চলাচল করতে পারছেন না। অপরদিকে বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে বাহাদুরপুর উত্তরপাড় হাট পর্যন্ত সড়কটি কর্দমাক্ত হওয়ায় অনেকটা দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।
একই চিত্র বিদ্যমান উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অন্য সড়কগুলোর।

উপজেলা অভ্যন্তরের সড়ক সংস্কার বা নিমার্ণের কাজ এলজিইডি বিভাগের হলেও দীর্ঘ দিন ধরে এমন বেহাল অবস্থা কেন, এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী বলেন, এ নিয়ে মাসিক উন্নয়ন সভায় একাধিক বার তোলা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জাননো হয়েছে। তবে বরাদ্দ পাচ্ছেন না বলে কাজ করাতে পারছেন না তিনি।

(বিএস/জেএ/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test