E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় বিদ্যুতের খুুঁটি অপসারণ না করায় শহরে রাস্তার কাজ বন্ধ!

২০১৯ জানুয়ারি ২৩ ১৭:২২:২৪
নওগাঁয় বিদ্যুতের খুুঁটি অপসারণ না করায় শহরে রাস্তার কাজ বন্ধ!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ থেকে রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ৭৪ কিলোমিটার চারলেন সড়কের প্রসস্থকরণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। আঞ্চলিক মহাসড়কের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এরমধ্যে নওগাঁ শহরের প্রায় ১১ কিলোমিটার রাস্তায় বড় বাধা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিদ্যুতের খুঁটি। 

বিদ্যুতের এসব খুঁটি অপসারন না করায় রাস্তার কাজ থমকে রয়েছে। গত ২১ জানুয়ারি/২০১৮ তারিখে সড়ক ও জনপথ বিভাগ থেকে নেসকোকে অর্থ পরিশোধ করা হলেও খুঁটিগুলো রাস্তা থেকে অপসারন না করায় রাস্তায় কার্পেটিং করা সম্ভব হচ্ছেনা। ফলে রাস্তার মধ্যে ছোট ছোট খানা খন্দের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রাস্তার ধুলোয় পথচারীকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতনরা।

জানা গেছে, নওগাঁর শহরের পূর্ব বাইপাস ঢাকা মোড় থেকে শহরের মধ্য দিয়ে গত বছরের মার্চ মাসে আঞ্চলিক মহাসড়কের প্রসস্থকরণ কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পরবর্তিতে জেলার অন্যান্য স্থানেও কাজ শুরু হয়। পরে যেসব স্থানে কাজ শুরু হয়েছে সেগুলোর কাজ এখন প্রায় শেষের পথে। কিন্তু নওগাঁর বাইপাস ঢাকা মোড় থেকে শুরু হয়ে শহরের মধ্য দিয়ে প্রায় ১১ কিলোমিটার রাস্তার কাজ বন্ধ রয়েছে। রাস্তা প্রসস্থকরণসহ দীর্ঘদিন থেকে খোয়া ও পাথরের কাজ শেষ হলেও রাস্তায় নেসকোর বিদ্যুতের খুঁটি থাকায় বিটুমিনাস কাজ (ওয়ারিং কোর্স/ সার্ফেসিং) শুরু করা যাচ্ছে না। কিছু বৈদ্যুতিক খুঁটি ইতোমধ্যে সরানো হলেও বেশীর ভাগ সড়কাংশে মূল পেভমেন্টের মধ্যে এখনও অনেক খুঁটি বিদ্যমান রয়েছে। কারণ বৈদ্যুতিক খুঁটি অপসারণ পূর্বক সড়কের নীচের লেয়ার সমূহে যথাযথ কম্প্যাকশন নিশ্চিত না করে তার ওপর বিটুমিনাস সার্ফেসিং কাজ করলে তা টেকসই হবে না। এতে করে দীর্ঘদিন থেকে পড়ে থাকা খোয়া ও পাথরের রাস্তা এখন বেহাল হয়ে পড়েছে। সেগুলো উঠে গিয়ে এখন রাস্তার মাঝে ছোট ছোট খানা খন্দের সৃষ্টি হয়েছে। সর্বসপ্রথমে এ রাস্তার কাজ শুরু হলেও রাস্তায় থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ না হওয়ায় তা আর এগুচ্ছেনা। এতে রাস্তার ধুলোয় পথচারীদের দূর্ভোগের পাশাপাশি রাস্তার আশপাশের দোকানগুলোতে রাস্তার ধুলোয় স্তুপ হয়ে পড়ছে। উন্নয়নের চলাচল থেকে বঞ্চিত হচ্ছে নওগাঁবাসী।

স্থানীয়রা বলেন, ধুলা বালিতে রাস্তা পাশে থাকা যায়না। বাস-ট্রাক চলাচলে অনেক সময় রাস্তায় ধুলায় অন্ধকার হয়ে যায়। দোকানের মধ্যে ধুলার স্তুপ জমে গেছে। রাস্তায় সকাল-বিকেল ঠিকাদাররা পানি দিলেও কোন কাজেই আসছে না। রাস্তায় বিদ্যুতের খুঁটি থাকায় কাজের বিলম্ব হচ্ছে। ভোগান্তীর হাত থেকে রক্ষা পেতে এবং রাস্তার কাজটি দ্রুত শেষ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতনরা।

জেলার সচেতনরা জানান, চারলেন রাস্তা পুরোটা যে পরিমান প্রশস্থ করা হয়েছে, সে তুলনায় শহরের তাজের মোড় থেকে পুরনো বাস ষ্ট্যন্ড পর্যন্ত তা করা হচ্ছেনা। সওজ বার বার মাফজোখ করেও এই অংশে রাস্তা প্রশস্থ করতে পারছেনা। অনেকের মতে, এই অংশে রাস্তার দু’পাশে প্রভাবশালীদের বিল্ডিং থাকায় সওজ এগুতে পারছেনা। এই অংশে রাস্তা প্রশস্থ করা অতীব জরুরী। তা না হলে রাস্তা প্রশস্থকরনের লক্ষ্য পুরন হবেনা। প্রয়োজনে জমি অধিগ্রহন করে হলেও এ রাস্তা প্রশস্থ করা জরুরী বলে দাবী করেন শহরবাসী।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল হক বলেন, নওগাঁ থেকে রাজশাহী মোট ৭৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের কাজ চলছে। এরমধ্যে ১১ কিলোমিটারের মধ্যে নেসকোর বিদ্যুতের খুঁটি আছে। গত বছরের জানুয়ারিতে প্রায় ৮ কোটি টাকা নেসকোকে দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুঁটি অপসারন করা হয়নি। রাস্তা প্রসস্থকরণে খোয়া ও পাথরের কাজ অনেক আগে শেষ হলেও খুঁটি অপসারন না হওয়ায় কার্পেটিং কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা। খুঁটি না সরিয়ে কাজ করলে পরবর্তিতে সেখানে আর রাস্তা টিকবে না। অর্থ্যৎ রাস্তা নষ্ট হয়ে যাবে। যার কারণে খুঁটি সরানো জরুরী হয়ে পড়েছে। এসব বিষয়ে নেসকো অবগত আছেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নওগাঁ প্রকৌশলী সুব্রত কুমার দাস বলেন, শুধু আমাদের গাফিলতির কারণে কাজটা হচ্ছেনা, এটা ঠিক না। আমাদের ৬০ ভাগ কাজ ইতোমধ্যে হয়ে গেছে। বাঁকী যে ৪০ ভাগ কাজ হয়ে গেছে তারা সেখানে কাজ করতে পারেন। আমাদের ডিপার্টমেন্ট (বিভাগ) থেকে মালামালের কিছুটা সংকট আছে। যার কারণে পর্যাপ্ত মালামাল বরাদ্দ পাওয়া যাচ্ছেনা। এই কারণে কাজের অগ্রগতি হচ্ছেনা। সম্পন্ন কাজ শেষ হতে এখনো ২/৩ মাস সময় লাগতে পারে।

(বিএম/এসপি/জানুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test