E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ভ্রমণ কন্যা আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’

২০১৯ জানুয়ারি ২৪ ১৮:৩৪:৩৯
নওগাঁয় ভ্রমণ কন্যা আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্রাভেলস অফ বাংলাদেশ ভ্রমন কন্যা কর্তৃক আয়োজিত “নারীর চোখে বাংলাদেশ“ ৭ম পর্বের কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে কর্নফুলি অটোমোবাইলের সহযোগিতায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর অর্থায়ন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ভ্রমন কন্যা ডাঃ সাকিয়া হক ও ডাঃ মানসী সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলভী রহমান ও জয়ন্তী রানী বিশ্বাস, শিক্ষার্থী সিলভী রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মেয়েদেরকে সচেতন করতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ,আত্মরক্ষা, বয়ঃসান্ধকালীন সমস্যা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপরে বিস্তারিত আলোচনা করেন। এসব বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করানো হয়। দুটি স্ক্রুটি (মোটর বাইক) নিয়ে ৫জন ভ্রমন কন্যা ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে প্রথম ধাপে বের হয়ে ৬টি ধাপে দেশের ৪৩টি জেলায় এরকম অনুষ্ঠান করে। ১২ জানুয়ারি ২০১৯ সালে সপ্তম ধাপে পঞ্চগড় জেলা থেকে শুরু করে ৪৪তম জেলা হিসাবে নওগাঁ জেলায় এ সভা করেন। তারা দেশের ৬৪টি জেলায় এ রকম সভা করবেন বলে জানান। সভায় বালিকা বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test