E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধ করা হবে’

২০১৯ জানুয়ারি ২৪ ১৯:০৮:৩৫
‘বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধ করা হবে’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা রয়েছে। এই অঞ্চলের উন্নয়ন ও নদী ভাঙন কবলিত মানুষের কথা তিনি চিন্তা করেন। তার বহিঃপ্রকাশ হিসেবেই প্রধানমন্ত্রী আমাকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এ অঞ্চলের মানুষের উন্নয়ন এবং নদী ভাঙন থেকে তাদের রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এরমধ্যে দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ধারার বাস্তবায়ন হবে।

বৃহস্পতিবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙনের হাত থেকে বরিশালবাসীকে রক্ষা করা হবে। আর তাই আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে চরবাড়িয়া এলাকায় নদী ভাঙনরোধে কাজ শুরু করা হবে।

এর আগে সকাল ১০টায় নগরীর চরবাড়িয়া ইউনিয়নের বেলতলায় কীর্তনখোলা নদীর তীরে ভাঙনের হুমকিতে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ ওই এলাকার চার কিলোমিটার এলাকা জুড়ে কীর্তনখোলা নদীর তীর সংরক্ষন প্রকল্প পরিদর্শন করেন।

পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে শহরের উপকন্ঠ বেলতলা, সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নসহ বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test