E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ২৭

২০১৯ জানুয়ারি ২৬ ২৩:২৫:০২
কাপাসিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ২৭

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এর মধ্যে বারিষাব ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ সেলিমও রয়েছে। আজ শনিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ডাওরা গ্রামের হেলালুদ্দিনের পুত্র আলামিন (৩৮), একই গ্রামের নূরু মিয়ার পুত্র কালাম, খিলগাও গ্রামের আব্দুল গাফফারের পুত্র ইসমাইল, দুর্গাপুরের শামসুদ্দিনের পুত্র সোহেল (৩২), কীর্ত্তুনিয়া গ্রামের মৃত ইউসুফ ভূইয়ার পুত্র আঃ মালেক ভূইয়া, পরিয়াব গ্রামের আঃ খালেকের পুত্র রশিদ (৪০), কাপাসিয়া মোল্লাবাড়ি গ্রামের আঃ লতিফ মোল্লার ছেলে সারোয়ার মুর্শেদ রূপম মোল্লা, কামারগাঁও গ্রামের ইয়াকুব আলীর পুত্র আকতার হোসেন, সিঙ্গুয়া গ্রামের মৃত সুভাস রবি দাসের পুত্র বিষু রবিদাস (৩৭), একই গ্রামের মৃত ইসমাইল মোড়লের পুত্র নূরে
আলম ওরফে জাহাঙ্গীর, আড়াল গ্রামের সৈয়দ আকিকুর রহমানের পুত্র সৈয়দ কাশেদুর রহমান, সরসপুর গ্রামের মোঃ বজলুর রশিদের পুত্র নাঈম, বিবাদিয়া গ্রামের আঃ হামিদের পুত্র মোঃ বুলবুল হোসেন, বাগেরহাট গ্রামের
আলফাজ উদ্দিন আকন্দের পুত্র মোঃ সাইফুল আকন্দ, দরদরিয়া গ্রামের মোঃ আফাজউদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার, বেহাইদুয়ার গ্রামের রমজান আলীর স্ত্রী মদীনা বেগম, সোহাগপুর গ্রামের মৃত ওবাইদুল্লাহর পুত্র মোঃ আঃ সাহিদ,
বানবহাওলা (ডাওরা) গ্রামের আঃ বাতেনের পুত্র মোঃ রফিকুল (৩৫), নয়ানগর গ্রামের কালাচাঁন মাস্টারের পুত্র ইউপি সদস্য মোঃ সেলিম (৪৫), গাওরার গ্রামের মৃত মোজাফ্ধসঢ়;ফর আলীর পুত্র আকতার হোসেন,উলুসরা গ্রামের মোঃ
জসুর পুত্র মোঃ সোহাগ, উত্তর খামের গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাহিদুল (৩৮) ধানদিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র সারোয়ার হাবিব বিপ্লব, তিলশুনিয়া গ্রামের মমতাজ উদ্দিন ফরাজির পুত্র আলফাজ উদ্দিন ফরাজি(৬০), তার স্ত্রী নাজমা বেগম(৪৫), তার পুত্র ইব্রাহিম হোসেন, ও ভাই গিয়াস উদ্দিন ফরাজি (৫৭)।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আবু বকর সিদ্দীক জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সহ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান আরো চলবে।

(এসকেডি/এসপি/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test