E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে ভাওয়াইয়া রত্ন রবীন্দ্রনাথ মিশ্রের জন্মজয়ন্তি পালিত

২০১৯ জানুয়ারি ২৭ ১৫:৫২:১৫
রাজারহাটে ভাওয়াইয়া রত্ন রবীন্দ্রনাথ মিশ্রের জন্মজয়ন্তি পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভাওয়াইয়া গানের প্রয়াত কিংবদন্তি, গীতিকার ও সুরকার ভাওয়াইয়া রত্ন রবীন্দ্রনাথ মিশ্রের ৬৯তম জন্মজয়ন্তি উদযাপন ও বাংলাদেশ আওয়ামীলীগের মহাবিজয় উপলক্ষ্যে আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং ভাওয়াইয়া সন্ধ্যা শনিবার উপজেলার সুন্দরগ্রাম পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাষ্টার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, প্রধান আলোচক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামীগ নেতা এস.এম মুজিবুর রহমান, দুপ্রক এর সভাপতি হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু, যুবলীগ নেতা আশিকুর ইসলাম সাবু, গোলাম সরওয়ার বাবলু, নাজমুল হুদা ও ওসমান আলী। অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে উত্তরীয় পরিয়ে রবীন্দ্রনাথ মিশ্রের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, গুণী শিল্পী রাজ বংশী ভাষায় চলচিত্র নির্মাতা তপন কুমার রায় ভারত এবং গীতিকার, ছড়াকার, শিশুতোষ সাহিত্যিক তৌহিদ-উল ইসলাম-ফুলবাড়ি কুড়িগ্রাম কে সম্মাননা এবং ভাওয়াইয়া শিল্পী রাম কুমার বর্মণ কুচবিহার- ভারতকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেষে রেডিও, টিভি শিল্পীদের পরিবেশনায় ভাওয়াইয়া গান পরিবেশিত হয়।

(পিএমএস/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test