E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গনঅূভ্যত্থানে শহীদ গৌরীপুরের হারুন আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি

২০১৯ জানুয়ারি ২৭ ১৫:৫৪:৪৪
গনঅূভ্যত্থানে শহীদ গৌরীপুরের হারুন আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) : আজ (২৭ জানুয়ারি) গৌরীপুরে শহীদ হাারুন দিবস। ১৯৬৯ সালের এই দিনে ছাত্রদের ১১দফা দাবী আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন গৌরীপুর কলেজের মেধাবী ছাত্র আজিজুল হক হারুন। স্বাধীনতার ৪৮ বছর পরও হারুনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়নি। তবে শহীদ হারুনের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৯৬৯সালে ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা আন্দোলনের সময় ২৪জানুয়ারী ঢাকা নবকুমার ইনস্টিটিউট এর ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে শহীদ হলে সারা দেশে ছাত্র আন্দোলনের নতুন মাত্রার যোগ হয়। আর এই বিক্ষোভের জের ধরেই ১৯৬৯ সালের এই দিনে (২৭ জানুয়ারী) গৌরীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে গৌরীপুর কলেজ থেকে ছাত্র একটি মিছিল বের করে।

মিছিলটি শহরের মধ্যবাজারে আসা মাত্রই তৎকালীন মহকুমার প্রশাসক এম.এ সামাদের নির্দেশে আন্দোলনরত ছাত্র মিছিলের উপর পুলিশ গুলি চালানো হয়। ওই সময় পুলিশের গুলিতে শহীদ হন মেধাবী ছাত্র হারুন। এরপর থেকেই প্রতিবছর গৌরীপুরে ২৭ জানুয়ারী শহীদ হারুন দিবস পালিত হয়ে আসছে। গৌরীপুরে এই দিনে শহীদ হারুন স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ভোরে প্রভাতফেরী, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

শহীদ হারুনের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ছামারুল্লাহ্ গ্রামে। মিয়া বক্স সরকারের পুত্র হারুনদের ৬ ভাই, ৩ বোন। নান্দাইল-আঠারবাড়ি সড়কের পাশেই ৬৯ এ গন আন্দেলনে শহীদ আব্দুল আজিজ হারুন চির নিদ্রায় শুয়ে আছেন। জরাজীর্ণ কবরটি এলাকার লোকজনের সহায়তায় কিছু ইট দিয়ে ঘেরাও করে রাখা হলেও এখন আর কেহ স্মরণ করে না।

হারুনদের ৬ ভাইয়ের মধ্যে জীবিত তিন জন হলেন, মোঃ আব্দুল হামিদ, আব্দুর রাশিদ ও শফিকুল আলম চাঁন মিয়া। মৃত দুইজন হলেন, আব্দুল মাজিদ ও আব্দুল গনি। তিন বোনের মধ্যে আনোয়ারা খাতুন নামে একজন জীবিত ও অপর দুই বোন আমেনা খাতুন ও আছিয়া মারা গেছেন।

ছোট ভাই শফিকুল আলম চাঁন মিয়া জানান, সে সময় তিনি স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র ছিলেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গৌরীপুর গেলেও কোন পরিচয় না দিয়ে খোঁজ নিয়ে জানতে পারে পুলিশ লাশ অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। পরে তিন দিন পর ময়মনসিংহ থেকে মুচিলেখা দিয়ে ভাইয়ের লাশ নিয়ে নান্দাইলে আসে এবং পুলিশি প্রহরায় লাশ দাফন করা হয়।

হারুনের আরেক ভাই আব্দুর রাশিদ বলেন, আমার ভাইয়ের মৃত্যুর পরদিন ঢাকায় আসাদসহ আরো কয়েকজন পুলিশের গুলিতে প্রাণ হারায়। কিন্তু জাতীয় ভাবে আসাদের মৃত্যুর ঘটনাটি স্থান পেলেও আমার ভাইয়ের খবর কেউ রাখেনি।

গৌরীপুর কলেজে পড়া অবস্থায় হারুনের সহপাঠি নান্দাইলের কূলধূরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইছহাক আকন্দ (৭৫) জানান, হারুন ও তিনি গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান মোঃ গুঞ্জর আলীর সহায়তায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসবাস করতেন। হঠাৎ অন্দোলন শুরু হলে হারুন প্রতিবাদমুখর হয়ে উঠে কলেজের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেয়। ২৭ জানুয়ারি পুলিশের দেওয়া ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করার সিদ্ধান্ত নেয় হারুন। তার এই সাহসি পদক্ষেপে অনেকে ভয় পেলেও সে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অল্প কিছুক্ষনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

হারুনের গ্রামের বাড়ি ছামারুল্লাহ গ্রামের মোঃ ফজলুল হক ভুইয়া (নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি) জানান, হারুনের লাশ গ্রামের বাড়িতে আনার পর তিনিও দেখতে গিয়েছিলেন। এ সময় হাজার হাজার জনতা সাহসি হারুনকে একনজর দেখার জন্য ছুটে আসে।

তিনি আরো বলেন, দীর্ঘ দিনেও হারুনের মৃত্যুর ঘটনাটি জাতীয় ভাবে স্বীকৃতি না পাওয়া খুবই দুঃখজনক ব্যাপার। এ দিকে গৌরীপুর উপজেলায় প্রতিবছর ২৭ জানুয়ারি হারুনের মৃত্যুর দিনটিকে “হারুন দিবস” হিসাবে পালন করলেও কেউ তার পরিবার ও গ্রামের বাড়ির খবর নেয় না।

(এসআইএম/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test