E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে মোবাইল চুরির অপবাদে শিশু নির্যাতনের অভিযোগ

২০১৯ জানুয়ারি ২৭ ১৫:৫৯:০৯
গোবিন্দগঞ্জে মোবাইল চুরির অপবাদে শিশু নির্যাতনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুলাল নামে দশ বছরের এক শিশুকে ঘুম থেকে তুলে এনে মধ্যযোগিও ফায়দায় নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ (পলুপাড়া) গ্রামে এ ঘটনা আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উক্ত গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে দুলাল ঘটনার দিন ভোর ৪টার দিকে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশি মৃত অছিম উদ্দিনের দুই ছেলে হায়দার আলী (৩৫) ও হাবিল আকন্দ (৩০) তাকে ঘুম থেকে তুলে নিজ বাড়ীতে নিয়ে যায়। এরপর তারা বাড়ীর একটি আম গাছের ডালের সাথে রশি দিয়ে দুই হাত ও পা বেঁধে শিশুটিকে ঝুলিয়ে রেখে মারধর করে।

নির্যাতিত শিশুর মা কাটা বাড়ী নারী ফেডারেশনের সদস্য দুলালী বেগম জানান, এরপরও তার শিশু সন্তান তাদের কবল থেকে রেহাই পায়নি। তার পা ও হাতে নখসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজেকশনের সুচ দিয়ে ফুটো করা হয়। এ ঘটনায় দুলালকে উদ্ধার করে বাগদা বাজার এলাকার পল্লী চিকিৎসক তোফাজ্জল হোসেনের নিকট নেওয়া হয়। ওই চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরই প্রেক্ষীতে তিনি গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে হায়দার আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও ৫-৭জনকে অভিযুক্ত করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে, এম,মেহেদী হাসান বলেন,এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।

(এসআইআর/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test