E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন পুলিশ সুপার

২০১৯ জানুয়ারি ২৭ ১৬:০০:৩৪
চুয়াডাঙ্গায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নেমেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। রোববার বেলা ১২টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে অবৈধ যানবাহন আটকে তিনি রাস্তায় নেমে পড়েন তিনি। এ সময় জেলা পুলিশের অন্যন্যা পদস্থ কর্মকর্তারাও সড়কের দু ধারে দাঁড়িয়ে মটর সাইকেলসহ অবৈধ যানবাহন আটক শুরু করেন। 

প্রায় আধা ঘন্টা ধরে পুলিশ সুপার সড়কে অবস্থান নিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করেন। যাদের গাড়ির কাগজপত্র ত্রুটিপূর্ণ সেসব যানবাহনের মালিকদের নামে মামলা করেন তিনি। আর যেসব গাড়ির কাগজপত্র বৈধ ছিলো সেই সব মালিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে চুয়াডাঙ্গা সদর থানাতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশকে জনবান্ধব করতে সব ধরণের উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। প্রতিটি থানাতে যাতে মামলা ও জিডি করতে কোন টাকা পয়সা না দিতে হয় সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন থেকে নারী ও শিশু বান্ধব পুলিশিং ব্যবস্থাও গ্রহন করা হবে।

তিনি জানান, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমরা জিরো টরারেন্স নীতি অনুসরণ করছি। কোন ভাবেই এদের পৃষ্টপোষকদের ছাড় দেওয়া হবে না। খুব দ্রুত চুয়াডাঙ্গা ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করতে ডিজিটালাইজড করে গড়ে তোলা হবে।

এ সময় সাথে ছিলেন, অতি: পুলিশ সুপার কানাই লাল সরকার, মো: কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন ও ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

এর আগে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয় থেকে বণার্ঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। দৃষ্টিনন্দন শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অতি: জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা: খায়রুল আলম ও পাবলিক প্রসিকিউটর এ্যাড. মুহা. শামসুজ্জোহাসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিটি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test